scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

HS Exam 2023 Bengali Question Paper : উচ্চ মাধ্যমিকে বাংলা প্রশ্ন নিয়ে বিতর্ক, দেখুন তো এগুলির উত্তর পারেন কি না?

প্রতীকী ছবি
  • 1/7

শুরু হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Uccha Madhyamik 2023)। ইতিমধ্যেই বাংলা পরীক্ষার প্রশ্নে ভুল ছিল বলে শুরু হয়েছে বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত একটি প্রশ্নকে ঘিরে শুরু হয়েছে এই বিতর্ক। তাহলে চলুন যে বাংলা পরীক্ষাকে ঘিরে এই বিতর্ক, সেই পরীক্ষারই কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেওয়া যাক (HS Exam 2023 Bengali Question Paper)। 

প্রতীকী ছবি
  • 2/7

১. "ভাত খাবে কাজ করবে" - এই কথাগুলি বলেছিল
ক. বামুন ঠাকুর
খ. বড়ো পিসিমা
গ. বাসিনী
ঘ. বড়ো বউ
উত্তর - বামুন ঠাকুর

প্রতীকী ছবি
  • 3/7

২. 'যথেষ্ট রিলিফ ওয়ার্ক' না হওয়ার কারণ -
ক. টাকার অভাব
খ. লোকের অভাব
গ. সদিচ্ছার অভাব
ঘ. সামগ্রীর অভাব
উত্তর - লোকের অভাব
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

৩. "নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে" - 
ক. যা ঘটেছে ভুলে যেতে
খ. অফিসের কাজে মন বসাতে
গ. সংসারে মন দিতে
ঘ. এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
উত্তর - এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
 

প্রতীকী ছবি
  • 5/7

৪. কোন বারে বাদলা লাগলে সাতদিন থাকবে?
ক. শনিবারে
খ. মঙ্গলবারে
গ. বুধবারে
ঘ. সোমবারে
উত্তর - শনিবারে
 

প্রতীকী ছবি
  • 6/7

৫. "বুড়িমা ! তুমি মরনি !" - একথা বলেছিল
ক. নকড়ি নাপিত
খ. ফজলু শেখ
গ. করিম ফরাজি
ঘ. চৌকিদার
উত্তর - চৌকিদার
 

প্রতীকী ছবি
  • 7/7

৬. "জানলাম এ জগৎ" -
ক. সত্য নয়
খ. স্বপ্ন নয়
গ. কল্পনা নয়
ঘ. বাস্তব নয়
উত্তর - স্বপ্ন নয়

Advertisement