scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 1/9

আপনার নাগালের মধ্যেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে (Indian Coast Guard) চাকরির সুযোগ রয়েছে! কারণ, তিনশোরও বেশি শূন্যপদে দক্ষ কর্মী নিয়োগ করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। চলুন জেনে নেওয়া যাক এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স আর অন্যান্য শর্ত সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় তথ্য...

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 2/9

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ডিউটি ও ডোমেস্টিক ব্রাঞ্চের নাবিক এবং যান্ত্রিক পদে মোট ৩২২ জনকে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ প্রার্থীদের ফেব্রুয়ারি, ২০২২ ব্যাচে নিয়োগ করা হবে। নিযুক্তদের দেশের বিভিন্ন অংশের উপকূলে পোস্টিং দেওয়া হবে।

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 3/9

জেনারেল ডিউটি নাবিক: মোট শূন্যপদের সংখ্যা ২৬০টি। অঙ্ক এবং পদার্থবিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হওয়া চাই। আবেদনকারীদের জন্ম ১ অগাস্ট, ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে হওয়া চাই।

Advertisement
ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 4/9

ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক: মোট ৩৫টি শূন্যপদ। আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য যে কোনও সরকার স্বীকৃত বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে।

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 5/9

মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স বিভাগের যান্ত্রিক: এই তিন বিভাগ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২৭টি। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হওয়া চাই। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (রেডিও বা পাওয়ার) ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও একটিতে ডিপ্লোমা থাকা জরুরি। 

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 6/9

আবেদনকারীর বয়সসীমা: নাবিক পদে আবেদনকারীর জন্ম ১ অগাস্ট, ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে হওয়া চাই। যান্ত্রিক পদে আবেদনকারীর জন্ম ১ অক্টোবর, ২০০০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০০৪ তারিখের মধ্যে হওয়া চাই।

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 7/9

বেতন: নাবিক পদের ন্যূনতম মাসিক বেতন ২১,৭০০ টাকা আর যান্ত্রিক পদের ন্যূনতম মাসিক বেতন ২৯,২০০ টাকা। এই নিয়োগে প্রার্থী বাছাই করা হবে লিখিত ও শারীরিক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে।

Advertisement
ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 8/9

এই নিয়োগের ক্ষেত্রে দরখাস্তের ফি বাবদ আবেদনকারীকে ২৫০ টাকা দিতে হবে। নেট ব্যাঙ্কিং বা ডেবিট অথবা ক্রেডিট কার্ড বা ইউপিআই-এর মাধ্যমে এই ফি দিতে হবে।

ICG Recruitment 2022: মাধ্যমিক পাশেই কোস্ট গার্ডে মোটা মাইনের চাকরি! কালই আবেদনের শেষ দিন
  • 9/9

আগামিকাল, ১৪ জানুয়ারি, ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে www.joinindiancoastguard.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে অথবা পিডিএফে।

Advertisement