scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

IISc Recruitment 2022: ১০০ জনকে নিয়োগ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস; বেতন ২১,৭০০ টাকা

IISc Recruitment 2022: ১০০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে IISc, বেতন ২১,৭০০ টাকা!
  • 1/7

কারিগরী সহকারী (Technical Assistant) পদে মোট ১০০ জনকে নিয়োগ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস (IISc)। নিয়োগ করা হবে হিউম্যান রিসোর্স বিভাগে। নিয়োগের পরবর্তি ২ বছর প্রবেশন।

IISc Recruitment 2022: ১০০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে IISc, বেতন ২১,৭০০ টাকা!
  • 2/7

অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ বিটেক অথবা বিই অথবা বিআর্ক অথবা বিএসসি অথবা বিসিএ অথবা বিভি সায়েন্সের ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।

IISc Recruitment 2022: ১০০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে IISc, বেতন ২১,৭০০ টাকা!
  • 3/7

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস-এর (IISc) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ২৬ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
IISc Recruitment 2022: ১০০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে IISc, বেতন ২১,৭০০ টাকা!
  • 4/7

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস-এ (IISc) কারিগরী সহকারী (Technical Assistant) পদে নিযুক্তরা ২ বছর প্রবেশন কালে মাসে ২১,৭০০ টাকা করে বেতন পাবেন।

IISc Recruitment 2022: ১০০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে IISc, বেতন ২১,৭০০ টাকা!
  • 5/7

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অ্যাপ্টিটিউড টেস্টের মাধ্যমে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। সমস্ত পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।

IISc Recruitment 2022: ১০০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে IISc, বেতন ২১,৭০০ টাকা!
  • 6/7

আবেদন করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে। ইচ্ছুক প্রার্থীরা এই https://iisc.ac.in ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট বয়ানে উপযুক্ত নথি-পত্রের স্ক্যান কপি জমা দিয়ে আবেদন করতে পারেন।

IISc Recruitment 2022: ১০০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে IISc, বেতন ২১,৭০০ টাকা!
  • 7/7

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তফশিলি জাতি-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও ট্রান্সজেন্ডারদের এই ফি দিতে হবে না।

Advertisement