একাধিক শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)। আবেদনের জন্য হাতে আর মাত্র ২ দিন পড়ে আছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হবে অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর নন-এক্সিকিউটিভ পদে। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী, প্রাক্তন সেনাকর্মীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে।
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে ১৯ জনকে নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। হরিয়ানার পানিপতে কাজের জন্য নিয়োগ হবে নন-এক্সিকিউটিভ পদে।
মোট শূন্যপদের সংখ্যা ১৯টি। এর মধ্যে জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-ফোর (প্রোডাকশন) পদে ১৮টি এবং জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-ফোর (ইনস্ট্রুমেন্টেশন) পদে ১টি আসন রয়েছে।
জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-ফোর (প্রোডাকশন): কেমিক্যাল অথবা রিফাইনারি অ্যান্ড পেট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা অথবা গণিত, পদার্থবিদ্যা, রসায়ন কিংবা ইন্ডাসট্রিয়াল কেমিস্ট্রিতে বিএসসি পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-ফোর (ইনস্ট্রুমেন্টেশন): ইন্সট্রুমেন্টেশন অথবা ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল-এর মধ্যে যে কোনও একটিতে ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
বয়সসীমা ও বেতন: উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ৩০ এপ্রিল, ২০২২ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হওয়া যায়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের মাসিক বেতন ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতাও রয়েছে।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার সঙ্গে স্কিল অথবা প্রোফিসিয়েন্সি অথবা ফিজিক্যাল টেস্ট (SPPT)-র মাধ্যমে। লিখিত পরীক্ষায় সফল হতে প্রার্থীদের অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
ইচ্ছুক প্রার্থীদের ২৮ মে-র মধ্যে আবেদন করতে হবে অনলাইনে https://iocl.com/ ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের ফি বাবদ এসবিআই কালেক্টের মাধ্যমে ১৫০ টাকা দিতে হবে। তফশিলি অথবা প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না।