scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Madhyamik And Uchch Madhyamik Examination 2022 : ২০২২-এর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কবে কোন পরীক্ষা? রইল রুটিন

প্রতীকী ছবি
  • 1/8

ঘোষণা হয়ে গেল ২০২২ সালের মাধ্যমিক (Madhyamik Routine 2022) ও উচ্চমাধ্যমিক (Uccha Madhyamik Routine 2022) পরীক্ষার দিনক্ষণ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই দুই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী বছর মাধ্যমিক (Secondary Examination) শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ১৬ মার্চ পর্যন্ত। একবার দেখে নেওয়া যাক কোনদিন হবে কোন পরীক্ষা। (সমস্ত ছবি ফাইল)

প্রতীকী ছবি
  • 2/8

৭ মার্চ - প্রথম ভাষা, ৮ মার্চ - দ্বিতীয় ভাষা, ৯ মার্চ - ভূগোল, ১১ মার্চ - ইতিহাস, ১২ মার্চ - জীবন বিজ্ঞান, ১৪ মার্চ - অঙ্ক, ১৫ মার্চ - ভৌত বিজ্ঞান ও ১৬ মার্চ - ঐচ্ছিক বিষয়। 

প্রতীকী ছবি
  • 3/8

অন্যদিকে ২০২২ সালের উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল, যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক কোনদিন হবে কোন পরীক্ষা। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

২ এপ্রিল - বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি  (এ), নেপালি (এ), উর্দু, সান্থালী, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পঞ্জাবি, ৪ এপ্রিল - ইংরেজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ বাংলা, ৫ এপ্রিল - #হেলথ কেয়ার, #অটোমোবাইল, #অর্গানাইসড রিটেলিং, #সিকিউরিটি, #আইটি অ্যান্ড আইটিইএস, #ইলেকট্রনিক্স, #ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, #প্লাম্বিং, #কনস্ট্রাকশান-ভোকেশনাল সাবকেক্টস।

প্রতীকী ছবি
  • 5/8

৬ এপ্রিল - বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিক্যাল সায়েন্স, ৮ এপ্রিল - ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগরোনমি, ইতিহাস, ৯ এপ্রিল - কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, #এনভায়রনমেন্টাল স্টাডিস, #হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, #মিউজিক, #ভিস্যুয়াল আর্টস।

প্রতীকী ছবি
  • 6/8

১১ এপ্রিল - ফিজিক্স, নিউট্রিশান, এডিকেশান, অ্যাকাউন্টেন্সি, ১৩ এপ্রিল - কমার্শিয়ল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি, ১৬ এপ্রিল - কেমেস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, সংস্কৃত, পার্সি, আরবী, ফ্রেঞ্চ।

প্রতীকী ছবি
  • 7/8

১৮ এপ্রিল - স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এবং ২০ এপ্রিল -ইকোনমিক্স। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে প্র্যাকটিকাল পরীক্ষা। এই বছর উচ্চমাধ্যমিক হবে হোম সেন্টারেই। তাছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা একইসঙ্গে হবে বলেও জানানো হয়েছে। 

Advertisement