scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 1/10

বয়স যদি ৩০ বছরের মধ্যে হয়, তাহলে মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরির সুযোগ রয়েছে আপনার কাছে। তবে আজই এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ দিন! চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 2/10

অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ফিটার প্রভৃতি নন-এক্সিকিউটিভ (ওয়ার্কার) পদে ১৮৩ জনকে নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। নিয়োগ করা হবে বাঠিন্ডা, পানিপথ, বিজয়পুর ইউনিটে এবং সংস্থার মার্কেটিং ডিভিশনে।

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 3/10

যাঁদের নাম স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ (এক্সচেঞ্জগুলিতে) বা জেলার সৈনিক রিসেটলমেন্ট বোর্ডে নথিভুক্ত রয়েছে এবং বাঠিন্ডা, পানিপথ, বিজয়পুর ইউনিটে নন-এক্সিকিউটিভ পদের জন্য স্পনসর হয়েছে, শুধুমাত্র তাঁরা অনলাইনে আবেদন করবেন।

Advertisement
NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 4/10

অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান (মেকানিক্যাল) ফিটার: মোট শূন্যপদের সংখ্যা ১৭টি। মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং সঙ্গে ফিটার ট্রেডের আইটিআই পাশ হওয়া চাই। এই পদের মাসিক বেতন ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা।

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 5/10

গ্রেড-ওয়ান (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদের সংখ্যা ১৯টি। মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডের আইটিআই পাশ হওয়া চাই। এই পদের মাসিক বেতন ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা।

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 6/10

লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড-থ্রি: মোট শূন্যপদের সংখ্যা ১৯টি। মাধ্যমিক অথবা এসএসএলসি অথবা এসএসসি অথবা এর সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং আইটিআই পাশ হওয়া চাই। এই পদের মাসিক বেতন ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা।

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 7/10

লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড-টু: মোট শূন্যপদের সংখ্যা ৪টি। আবেদনকারীর মেকানিক্যাল ইঞ্জিনিযারিংয়ে ডিপ্লোমা থাকা চাই। মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ: মোট শূন্যপদের সংখ্যা ১৫টি। অ্যাগ্রিকালচারের বি.এসসি পাশ হওয়া চাই।

Advertisement
NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 8/10

উল্লেখিত সবকটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে এবং যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে। মোট ১৫০ নম্বরের অনলাইন টেস্ট নেওয়া হবে। অনলাইন টেস্টে সফল হতে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পরে প্রাথমিক ভাবে বাছাই প্রার্থীদের (কোয়ালিফাইং নেচারের) স্কিল (ট্রেড) টেস্ট হতে পারে।

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 9/10

আজই এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ দিন। ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে www.nationalfertilizers.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে। আবেদনের ফি বাবদ সকল প্রার্থীকেই ২০০ টাকা দিতে হবে। সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত (প্রার্থীকেই দিতে হবে)।

NFL Recruitment 2021: মাধ্যমিক পাশেই ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি; বেতন ২১,৫০০ টাকা!
  • 10/10

আবেদন পূরণ, ফি পেমেন্ট ইত্যাদি বিষয়ে কোনও প্রশ্ন থাকলে মেল করতে পারেন এই মেল আইডিতে nfl@onlineregistrationforms.com। এছাড়া, যে কোনও কাজের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ফোন করতে পারেন 0265-6118197 হেল্পলাইন নম্বরে। আরও তথ্য পেতে ওয়েবসাইটে অথবা পিডিএফে দেখুন।

Advertisement