scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার, বেতন ৫০,০০০ টাকা!

NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে NHPC, ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা!
  • 1/7

সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল বিভাগে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ফিনান্স, কোম্পানি সেক্রেটারি ট্রেনি অফিসার পদে মোট ৬৭ জনকে নিয়োগ করছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে (NHPC)।

NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে NHPC, ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা!
  • 2/7

ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে NHPC, ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা!
  • 3/7

ট্রেনি অফিসার (ফিনান্স)-এর ক্ষেত্রে সিএআই থেকে সিএ অথবা আইসিডব্লুএ ডিগ্রি থাকলে অথবা সিআইএ (পূর্বে – আইসিডব্লুএআই) থেকে সিএমএ ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

Advertisement
NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে NHPC, ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা!
  • 4/7

ট্রেনি অফিসার (কোম্পানি সেক্রেটারি) পদের ক্ষেত্রে আইসিএসআই -এর সদস্যপদ সহ কোম্পানি সেক্রেটারি পাশ করে থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে গেট-২০২১-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে NHPC, ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা!
  • 5/7

আবেদনকারীর বয়স ১ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। যোগ্য নিযুক্তদের মাসিক বেতন ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা।

NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে NHPC, ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা!
  • 6/7

আবেদনের ফি বাবদ প্রার্থীদের ২৯৫ টাকা দিতে হবে। তবে তফশিলি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের এই ফি দিতে হবে না।

NHPC Recruitment 2022: একাধিক শূন্যপদে লোক নিচ্ছে NHPC, ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা!
  • 7/7

আবেদন করতে হবে ১৭ জানুয়ারির মধ্যে অনলাইনে http://wwwnhpcindiacom ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে অথবা পিডিএফে।

Advertisement