সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল বিভাগে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ফিনান্স, কোম্পানি সেক্রেটারি ট্রেনি অফিসার পদে মোট ৬৭ জনকে নিয়োগ করছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে (NHPC)।
ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
ট্রেনি অফিসার (ফিনান্স)-এর ক্ষেত্রে সিএআই থেকে সিএ অথবা আইসিডব্লুএ ডিগ্রি থাকলে অথবা সিআইএ (পূর্বে – আইসিডব্লুএআই) থেকে সিএমএ ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
ট্রেনি অফিসার (কোম্পানি সেক্রেটারি) পদের ক্ষেত্রে আইসিএসআই -এর সদস্যপদ সহ কোম্পানি সেক্রেটারি পাশ করে থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে গেট-২০২১-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদনকারীর বয়স ১ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। যোগ্য নিযুক্তদের মাসিক বেতন ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা।
আবেদনের ফি বাবদ প্রার্থীদের ২৯৫ টাকা দিতে হবে। তবে তফশিলি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের এই ফি দিতে হবে না।