scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 1/9

বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৩১৯ জনকে অ্যাপ্রেন্টিসশিপ (শিক্ষানবিশ) ট্রেনিং দিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের (RINL) বিশাখাপত্তনম স্টিল প্লান্ট (Vizag Steel Plant)। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট (সংযোজিত) ১৯৬১ অনুযায়ী ট্রেনিং দেওয়া হবে।

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 2/9

বিভিন্ন বিভাগে নিযুক্ত অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। এই ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্তরা স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে ৭,৭০০ টাকা থেকে ৮,০৫০ টাকা। চলুন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 3/9

মোট ৩১৯টি শূন্যপদের মধ্য ৮০টি ফিটার, ৪০টি ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), ১০টি টার্নার, ১৪টি মেশিনিস্ট, ২০টি মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ৬৫টি ইলেক্ট্রিশিয়ান, ২০টি কার্পেন্টার, ১০টি মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আর অ্যান্ড এসি), ৩০টি মেকানিক ডিজেল এবং ৩০টি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

Advertisement
RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 4/9

উল্লেখিত পদগুলিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশের এনসিভিটি সার্টিফিকেট থাকা চাই। আবেদনকারীদের বয়স ১ এপ্রিল, ২০২২ তারিখ অনুযায়ী, ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 5/9

প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে। থাকবে জেনারেল নলেজ, ওয়ার্কিং ইংলিশ, অ্যারিথমেটিক, রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন (অ্যাপ্টিটিউড) বিষয়ের উপর একাধিক প্রশ্ন।

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 6/9

সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ২ ঘন্টা সময় পাওয়া যাবে। পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হতে পারে আগামী ৪ সেপ্টেম্বর নাগাদ। আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের সময় তাঁদের যাবতীয় প্রমাণপত্রের মূল নথিগুলি সঙ্গে রাখতে হবে।

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 7/9

ইচ্ছুক আবেদনকারীদের প্রথমে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এর পর এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড পাবেন আবেদনকারীরা। এই এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে ১৮ অগাস্টের মধ্যে অনলাইনে www.vizagsteel.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

Advertisement
RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 8/9

আবেদনের ফি বাবদ আবেদনকারীদের ২০০ টাকা দিতে হবে। তবে তফশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা। এই ফি জমা দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

RINL Recruitment 2022: অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম, স্টাইপেন্ড ৮,০৫০ টাকা
  • 9/9

অনলাইনে আবেদনের ফি জমা দেওয়া হয়ে গেলে তার ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টের সঙ্গে রেখে দিতে হবে। এটি পরে কাজে লাগবে। এই সংক্রান্ত আরও তথ্য জানতে ক্লিক করুন এখানে

Advertisement