scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

RRB NTPC Result 2021: রেলের এই পরীক্ষার রেজাল্ট সামনেই, কত টাকা বেতন জানুন

ফলাফল
  • 1/10

RRB NTPC CBT 1 নিয়োগ পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে৷ অনলাইন পরীক্ষার প্রথম পর্বের ফলাফল শীঘ্রই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) rrbcdg.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 
 

নির্বাচিত
  • 2/10

চলতি মাসের শেষ নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে। নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী বিভিন্ন বেতন স্কেলে রাখা হবে।
 

অ্যাকাউন্টস
  • 3/10

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট - ১৯,৯০০ টাকা। অ্যাকাউন্টস ক্লার্ক - ১৯,৯০০ টাকা। জুনিয়র টাইম কিপার -১৯,৯০০ টাকা

Advertisement
ট্রাফিক
  • 4/10

ট্রেন ক্লার্ক - ১৯,৯০০ টাকা, বাণিজ্যিক সহ টিকিট ক্লার্ক - ২১,৭০০ টাকা, ট্রাফিক সহকারী – ২৫,৫০০ টাকা। 
 

সিনিয়র
  • 5/10

সিনিয়র টাইম কিপার -২৯,২০০ টাকা। সিনিয়র কমার্শিয়াল - ২৯,২০০ টাকা। সিনিয়র ক্লার্ক - ২৯,২০০ টাকা

মাস্টার
  • 6/10

জুনিয়র অ্যাকাউন্ট সহকারী -২৯,২০০ টাকা। গুডস গার্ড- ২৯,২০০ টাকা। স্টেশন মাস্টার -৩৫,৪০০ টাকা, বাণিজ্যিক শিক্ষানবিশ -৩৫,৪০০ টাকা।

নভেম্বরের
  • 7/10

খুব সম্ভবত  CBT 1 পরীক্ষার ফলাফল নভেম্বরের ৩০ তারিখ বের হতে পারে।

Advertisement
অফিসিয়াল
  • 8/10

এর পাশাপাশি বাকি কোনও আপডেটের জন্য আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

কম্পিউটার
  • 9/10

ডিসেম্বরের ২০ তারিখ থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা চলেছিল।

পরীক্ষার্থী
  • 10/10

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রায় ১.৯ কোটি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Advertisement