scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

RRC Recruitment 2021: East-Central Rail-এ পরীক্ষা ছাড়াই ২,২০৬ পদে চাকরির সুযোগ

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk রেলের চাকরি
  • 1/10

RRC Recruitment 2021 Railway Jobs: ইস্ট-সেন্ট্রাল রেলে কাজের সুযোগ। সেখানে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। আর সে জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইট rrcecr.gov.in-এ যেতে হবে। 

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk one
  • 2/10

শুন্যপদের সংখ্যা
সেখানে মোট শূন্যপদ রয়েছে ২,২০৬টি। যাঁরা ওই পদের জন্য যোগ্য, তাঁরা ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk two
  • 3/10

কী ভাবে আবেদন করা যাবে, জেনে নিই
প্রথম পদক্ষেপ- পূর্ব-মধ্য রেলের সরকারি ওয়েবসাইট rrcecr.gov.in-এ যেতে হবে।

Advertisement
RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk three
  • 4/10

এর পরের ধাপটি হল অ্যাপ্রেন্টিস লিঙ্কে ক্লিক করা।

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk four
  • 5/10

তৃতীয় ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk five
  • 6/10

এর পরের ধাপে প্রার্থী ড্যাশবোর্ডে লগ-ইন করবেন আর ফর্ম ফিল আপ করবেন।

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk six
  • 7/10

এবার শেষ ধাপ। এখানে টাকা জমা দিতে হবে। এ জন্য খরচ পড়বে ১০০ টাকা।

Advertisement
RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk seven
  • 8/10

শিক্ষার যোগ্যতা
যে প্রার্থী এই পদের জন্য আবেদন করবেন, তিনি যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণি পাস করলেই হবে। এর পাশাপাশি তাঁদের থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রের আইটিআই পাশের নথি। তা যেন কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হয়। 

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk eight
  • 9/10

বয়সের সীমা
আবেদনকারীর বয় ১৫ থেকে ২৪ বছর হতে হবে। নিজেদের কাগজপত্র নিয়ে অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত  বিস্তারিত তথ্য নোটিফিকেশনে পাওয়া যাবে। 

RRC Recruitment 2021 Railway Jobs apply for 2206 apprentice posts abk nine
  • 10/10

কোন কোন পদে নিয়োগ
এবার দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হবে। এখানে রয়েছে ফিটার, ওয়ল্ডার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেশন এবং এসি মেকানিক, ফর্জার এবং হিট ট্রিটার, কার্পেন্টার, ইলেকট্রনিক মেকানিক, পেইন্টার-সহ আরও অনেক পদ রয়েছে। 

নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

Advertisement