scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 1/9

প্রচুর শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। চলতি সপ্তাহের শুরুতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে SBI। ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলুন এই নিয়োগ সম্পর্কে জেনে নিন আরও খুঁটিনাটি তথ্য...

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 2/9

স্টেট ব্যাঙ্কের (SBI) ক্লার্ক পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী জুনে। মেইন পরীক্ষা হতে পারে ৩১ জুলাই। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ছাড়াও স্থানীয় ভাষার পরীক্ষা নেবে স্টেট ব্যাঙ্ক (SBI)।

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 3/9

প্রিলিমিনারি আর মেইন পরীক্ষায় উতরে গেলে স্থানীয় ভাষার পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা। স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ না করলে স্টেট ব্যাঙ্কের (SBI) ক্লার্ক পদে নিয়োগ আটকে যাবে।

Advertisement
SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 4/9

মোট ৫০০০ রেগুলার পোস্টে ক্লার্ক নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (SBI)। ক্লার্ক নিয়োগের পাশাপাশি ২৩৭টি শূন্যপদে হবে নিয়োগ। ব্যাঙ্কের কাস্টমার সাপোর্টের জন্য জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে।

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 5/9

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁরা এখনও স্নাতক হননি, তবে চূড়ান্ত বর্ষে বা শেষ সেমেস্টারে রয়েছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে পাস সার্টিফিকেট জমা দিতে হবে।

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 6/9

বয়সসীমা: যাঁদের বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে, তাঁরাই এই ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন। ক্লার্ক পদে নিযুক্ত হওয়ার পর ৬ মাসের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 7/9

বেতন: স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ২৯,০০০ টাকা (ডিএ ও অন্যান্য ভাতা জুড়ে)। এই বেতন দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরের ক্ষেত্রে প্রযোজ্য। স্টেট ব্যাঙ্কের (SBI) জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডারদের জন্য এই বেতন নির্ধারিত হয়েছে।

Advertisement
SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 8/9

স্টেট ব্যাঙ্কের (SBI) ক্লার্ক পদের চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্কের (SBI) অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে গেলেই এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য মিলবে।

SBI Clerk Exam and Recruitment 2021: ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে SBI, বেতন ২৯,০০০ টাকা!
  • 9/9

ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন স্টেট ব্যাঙ্কের (SBI) অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে।

Advertisement