স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হচ্ছে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে বিভিন্ন প্রান্তে মোট ৬০৬টি শূন্যপদে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে।
মোট ৬০৬টি শূন্যপদের মধ্যে রয়েছে এক্সিকিউটিভ (ডকুমেন্টস প্রিজার্ভেশন আর্কাইভস) পদে ১টি, রিলেশনশিপ ম্যানেজার পদে ৩১৪টি, ইনভেস্টমেন্ট অফিসার পদে ১২টি, ম্যানেজার (মার্কেটিং) পদে ১২টি এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) পদে ২৬টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের পূর্ণ মেয়াদের মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ডিগ্রি বা PGDBM উত্তীর্ণ হতে হবে। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (MBA) সমতুল কোনও ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনকারীর মার্কেটিং আর ফিন্যান্সের বিষয়ে বিশেষ জ্ঞান বা ডিগ্রি থাকলেও এই পদের জন্য আবেদন করেতে পারবেন। তবে কোনও রকম করেসপনডেন্স কোর্স বা পার্ট টাইম ডিপ্লোমা এই পদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে না।
আবেদনের ফি: জেনারেল/ ইডাব্লিউএস/ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি ৭৫০ টাকা। এসসি/ এসটি/ পিডাব্লিউডি প্রার্থীদের আবেদনের কোনও ফি দিতে হবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।