scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

WBJEE Result 2021: জয়েন্টে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চজন্য

WBJEE Result 2021: জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চ্যজন্য
  • 1/7

শুক্রবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Results 2021) ফলাফল। এ বছর ৯২,৬৯৫ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। পরীক্ষায় বসেন এর ৬৫,১৭০ জন (৭১ শতাংশ) পড়ুয়া। এর মধ্যে পাশ করেছেন ৬৪,৮৫০ জন।

WBJEE Result 2021: জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চ্যজন্য
  • 2/7

করোনার বাধা কাটিয়ে রাজ্যে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর মহামারীর আবহে প্রথমবার পরীক্ষা কেন্দ্রে বসে খাতায় কলমে প্রবেশিকা পরীক্ষা (WBJEE) দেন পরীক্ষার্থীরা।

WBJEE Result 2021: জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চ্যজন্য
  • 3/7

এবারের জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫ শতাংশ। মেধাতালিকার শীর্ষে রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চ্যজন্য। প্রাথমিক ভাবে এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ জুলাই। শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছিল ১৭ জুলাই।

Advertisement
WBJEE Result 2021: জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চ্যজন্য
  • 4/7

জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা শেষ হওয়ার ২০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে।

WBJEE Result 2021: জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চ্যজন্য
  • 5/7

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

WBJEE Result 2021: জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চ্যজন্য
  • 6/7

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পড়ুয়ারা যাতে ভিন রাজ্যে না যান, সে জন্য এ বার ১৫ সেপ্টেম্বরের মধ্যেই তিন দফার কাউন্সেলিং শেষ করা হবে।

WBJEE Result 2021: জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.০৫%! প্রথম স্থানে পাঞ্চ্যজন্য
  • 7/7

এবারের জয়েন্ট এন্ট্রান্সে যে ৬৪,৮৫০ জন পড়ুয়া পাশ করেছেন তার মধ্যে ৪৭,৮১৭ জন ছাত্র (৭৩ শতাংশ) এবং ১৭,০৩৩ জন ছাত্রী (২৭ শতাংশ)। এর মধ্যে এ রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৩৫,১০০ এবং ভিন রাজ্যের পড়ুয়ার সংখ্যা ১২,৭১৭।

Advertisement