scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 1/8

আপনার বয়স কি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে? বাংলা, ইংলিশ লিখতে ও পড়তে জানলেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরির সুযোগ রয়েছে আপনার কাছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 2/8

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদে শতাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী বাছাইয়ের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 3/8

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদে মোট শূন্য আসন সংখ্যা ১০৪টি। বাংলা, ইংরাজি ও আঞ্চলিক (হিন্দি, ওড়িয়া, উর্দু ও নেপালি) ভাষায় লিখতে ও পড়তে জানলে আবেদন করা যেতে পারে।

Advertisement
WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 4/8

কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদের জন্য আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 5/8

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর পদের মূল বেতন লেভেল-১ অনুযায়ী মিলবে। অর্থাৎ, মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা।

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 6/8

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও বাংলা, ইংরাজি বা আঞ্চলিক ভাষার লেখা পড়ার দক্ষতা যাচাই আর ফিল্ড টেস্টের মাধ্যমে। এরপর হবে প্রার্থীর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার শেষে চূড়ান্ত নিয়োগের তালিকা স্থির করা হবে।

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 7/8

ইচ্ছুক প্রার্থীরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদের জন্য আবেদন করতে পারবেন ২৪ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হবে অলাইনে https://www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে।

Advertisement
WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!
  • 8/8

প্রথমে https://www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রার্থীর যাবতীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে। আবেদনের ফি বাবদ ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তবে তফশিলি ও শারীরিক প্রতিবন্ধী পার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা।

Advertisement