আপনার বয়স কি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে? বাংলা, ইংলিশ লিখতে ও পড়তে জানলেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরির সুযোগ রয়েছে আপনার কাছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদে শতাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী বাছাইয়ের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদে মোট শূন্য আসন সংখ্যা ১০৪টি। বাংলা, ইংরাজি ও আঞ্চলিক (হিন্দি, ওড়িয়া, উর্দু ও নেপালি) ভাষায় লিখতে ও পড়তে জানলে আবেদন করা যেতে পারে।
কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদের জন্য আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর পদের মূল বেতন লেভেল-১ অনুযায়ী মিলবে। অর্থাৎ, মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও বাংলা, ইংরাজি বা আঞ্চলিক ভাষার লেখা পড়ার দক্ষতা যাচাই আর ফিল্ড টেস্টের মাধ্যমে। এরপর হবে প্রার্থীর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার শেষে চূড়ান্ত নিয়োগের তালিকা স্থির করা হবে।
ইচ্ছুক প্রার্থীরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদের জন্য আবেদন করতে পারবেন ২৪ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হবে অলাইনে https://www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে।