পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের অডিট এবং অ্যাকাউন্টস পরিষেবা নিয়োগ পরীক্ষা, ২০২১-এর মাধ্যমে বাছাই করে মোট ৩৬ জনকে নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
বিকম. পাশ বা “ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া”-র মেম্বার বা “ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া”-র মেম্বর বা এমবিএঅথবা পিজিডিএম (ফাইনান্স) বা ২ বছরের রেগুলার কোর্সে পাশ করা সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি থাকলে উল্লেখিত পদের জন্য নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করা যেতে পারে।
বেতন: ডাব্লিউবিএস (রওপিএ) বিধি (WBS ROPA Rules) ২০১৯ অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগে নিযুক্তদের বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।
ডেবিট কার্ড অথবা ক্রডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ব্যাঙ্কের কাউন্টারে গিয়ে এই ফি দেওয়া যাবে। ব্যাঙ্কে ফি দিলে ২০ টাকা সার্ভিস চার্জ লাগবে।