scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা

WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা
  • 1/7

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের অডিট এবং অ্যাকাউন্টস পরিষেবা নিয়োগ পরীক্ষা, ২০২১-এর মাধ্যমে বাছাই করে মোট ৩৬ জনকে নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা
  • 2/7

বিকম. পাশ বা “ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া”-র মেম্বার বা “ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া”-র মেম্বর বা এমবিএঅথবা পিজিডিএম (ফাইনান্স) বা ২ বছরের রেগুলার কোর্সে পাশ করা সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি থাকলে উল্লেখিত পদের জন্য নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করা যেতে পারে।

WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা
  • 3/7

আবেদনকারীর বয়স: ১ জানুয়ারি, ২০২১ তারিখের হিসেবে আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা
  • 4/7

বেতন: ডাব্লিউবিএস (রওপিএ) বিধি (WBS ROPA Rules) ২০১৯ অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগে নিযুক্তদের বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা
  • 5/7

পরীক্ষার ফি বাবদ আবেদনকারীদের ২১০ টাকা (এর সঙ্গে কনভীনিয়েন্স ফি এবং জিএসটি অতিরিক্ত) দিতে হবে। 

WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা
  • 6/7

ডেবিট কার্ড অথবা ক্রডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ব্যাঙ্কের কাউন্টারে গিয়ে এই ফি দেওয়া যাবে। ব্যাঙ্কে ফি দিলে ২০ টাকা সার্ভিস চার্জ লাগবে।

WB Finance Department Recruitment: রাজ্যের অর্থ বিভাগের ৩৬ শূন্যপদে নিয়োগ, বেতন ৫৬,১০০ টাকা
  • 7/7

প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি এবং মেইনস পরীক্ষার মাধ্যমে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে অনলাইনে এই https://wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। 

Advertisement