
রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য অজস্র স্কলারশিপ রয়েছে। তার মধ্যে কম খরচে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির মতো খরচসাপেক্ষ কোর্সগুলি এবার বিনামূল্যে পড়া যাবে। রাজ্য সরকারের ফ্রি-শিপ স্কলারশিপ ছাত্রছাত্রীদের এমনই সুবিধা দিচ্ছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্প।

ফ্রি-শিপ স্কলারশিপের কী কী সুবিধা?
রাজ্য সরকারের তরফে এই স্কলারশিপে আবেদন শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির মতো ব্যয়বহুল কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সের টিউশন ফি দেবে রাজ্য সরকার। তবে টিউশন ফি ছাড়া অন্যান্য খরচ ছাত্রছাত্রীদেরই বহন করতে হবে।

ফ্রি-শিপ স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, যোগ্যতাই বা কী লাগবে? জানুন।

কারা আবেদন করতে পারবেন?
২০১১ সালে ফ্রি-শিপ স্কলারশিপ চালু হয়েছিল। এই স্কলারশিপের বিষয়ে অনেকেরই অজানা। ছাত্রছাত্রীরা অনলাইনে মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করতে পারেন।

আবেদনের জন্য যোগ্যতা কী কী লাগবে?
ফ্রি-শিপ স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে রাজ্যের যে কোনও সরকারি কিংবা বেসরকারি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজে ভর্তি হতে হবে এবং অতি অবশ্যই আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নীচে হতে হবে। আবেদনকারীকে রাজ্য বা জাতীয় দফতরের যে কোনও প্রবেশিকা পরীক্ষা যেমন WBJEE, JEE Main ইত্যাদিতে উত্তীর্ণ হতে হবে।

কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে দু’ভাবে আবেদন করতে পারবেন। সরকারি কলেজে আবেদন ফর্ম কলেজ থেকেই দেওয়া হয়। সেগুলি ফিলাপ করে কলেজে জমা দিতে হবে। তবে প্রাইভেট কলেজের ক্ষেত্রে অফিসিয়াল পোর্টালে অনলাইনে আবেদন করতে পারেন।

কী কী ডকুমেন্ট লাগবে?
রাজ্য সরকারের এই স্কলারশিপে লাগবে পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট। নিজের আধার কার্ড কিংবা ভোটার কার্ড। এটি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষার মার্কশিট এবং বর্তমান অ্যাডমিশনের রিসিভ কপি লাগবে।

তবে যে সমস্ত ছাত্রছাত্রী অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) বা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM) প্রকল্পের অধীনে নির্বাচিত, তারা এই ফ্রি-শিপ প্রকল্পের জন্য যোগ্য হবেন না।