scorecardresearch
 

AIIMS Recruitment 2022 : AIIMS-এ প্রচুর চাকরি, বেতন ও অন্যান্য তথ্য জানতে ক্লিক করুন

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc নার্সিং ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া রেজিস্টার্ড নার্স ও মিড ওয়াইফসহ সিস্টার টিউটর ডিপ্লোমা চাওয়া হয়েছে। প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৫০ বছরের বেশি হওয়া চলবে না। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • এইমস-এ চাকরি করতে চান?
  • প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি
  • জেনে নিন খুঁটিনাটি

এইমস-এ চাকরির সুবর্ণ সুযোগ। ঋষিকেশ এইমস-এ (AIIMS Rishikesh) নিয়োগ করা হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর বা টিউটর। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা aiimsrishikesh.edu.in-এ গিয়ে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২২। 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ৩৩। সফল প্রার্থীদের 7th Pay Commission অনুযায়ী বেতন দেওয়া হবে। তবে আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

মোট শূন্যপদ - ৩৩
জেনারল ক্যাটাগরি - ১৫ 
ওবিসি - ৮
এসসি - ৫
এসটি - ২
ইডব্লুএস - ৩ 

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc নার্সিং ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া রেজিস্টার্ড নার্স ও মিড ওয়াইফসহ সিস্টার টিউটর ডিপ্লোমা চাওয়া হয়েছে। প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৫০ বছরের বেশি হওয়া চলবে না। 

আবেদন ফি ও বেতন
অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লুএস প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০০ টাকা। আর ১০০০ টাকা ফি দিতে হবে এসসি ও এসটি প্রার্থীদের। আগেই বলা হয়েছে সফল প্রার্থীরা 7th Pay Commission অনুযায়ী বেতন পাবেন। সেক্ষেত্রে মাসে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

অফিসয়াল বিজ্ঞপ্তিটি পড়তে ক্লিক করুন এখানে

আরও পড়ুন'পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে,' অর্জুনের পর এবার তাপসও

 

Advertisement