scorecardresearch
 

Independence Day 75 years: স্বাধীনতা সংগ্রামে কে কোন স্লোগান তোলেন, যা অমর হয়ে যায়?

Independence Day 75 years: স্বাধীনতা সংগ্রামে কোন স্বাধীনতা সংগ্রামী কোন কোন স্লোগান তোলেন, যা অমর হয়ে যায়? জানেন? আমরা অনেকে জানি, আবার কেউ কেউ ভুলে যাই। আসুন জেনে নিই কী বলেছিলেন তাঁরা?

Advertisement
স্বাধীনতার ৭৫ বছর স্বাধীনতার ৭৫ বছর
হাইলাইটস
  • স্বাধীনতা সংগ্রামীদের তোলা স্লোগান
  • যা অমর হয়ে গিয়েছে ইতিহাসে

General Knowledge Of 75th Independence Day: দেশেj স্বাধীনতা দিবসের ৭৫ বছর পুরো হওয়ার উৎসব শুরু হয়ে গিয়েছে। 'আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। দেশজুড়ে, স্বাধীনতার দিন অর্থাৎ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের সমস্ত সেনানীরা ত্যাগ এবং সংঘর্ষের মাধ্যমে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের বিশেষ শ্রদ্ধা জানানোর সময় এখনই মহাত্মা গান্ধী, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আবুল কালাম আজাদ, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়, লোকমান্য বালগঙ্গাধর তিলক, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বোসের মতো মহাপুরুষদের দেশে নিজেদের বলিদান দিয়েছেন। স্বাধীনতা দিবসের উৎসবের সময় আসুন আমরা জেনে নিই এই সমস্ত মহাপুরুষদের বক্তব্য এবং তাদের স্লোগান।

আরও পড়ুনঃ Optical Illusion Personality Test: এর মধ্যে লুকিয়ে ৩টি ছবি, কী দেখলেন? বলবে আপনার পার্সোনালিটি

প্রশ্ন- 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব' কে বলেছিলেন?

উত্তর-  নেতাজি সুভাষচন্দ্র বসু।

প্রশ্ন- বন্দেমাতরম ধ্বনি প্রথম কোথায় লেখেন?

উত্তর- ঋষি বঙ্কিমচন্দ্র

প্রশ্ন- স্বরাজ আমাদের জন্মগত অধিকার? এই স্লোগান কে দিয়েছিলেন?

উত্তর- বাল গঙ্গাধর তিলক।

প্রশ্ন- বোমা এবং পিস্তল দিয়ে স্বাধীনতা সংগ্রাম হয় না। স্বাধীনতার তলোয়ারের বিচারধারা পাথরের উপর ধারালো হয়। এটি কে বলেছিলেন?

উত্তর-  ভগৎ সিং।

প্রশ্ন- "আরাম হারাম হ্যায়।'' এর স্লোগান কে দিয়েছিলেন?

উত্তর- জওহরলাল নেহেরু

প্রশ্ন-  "ইংরেজ ভারত ছাড়ো স্লোগান কার?"

উত্তর- মহাত্মা গান্ধী

প্রশ্ন- "আমার শরীরের ওপর এক একটা লাঠি ব্রিটিশ সরকারের কফিনে এক একটা পেরেকের কাজ করবে।" এটি কে বলেছিলেন?

উত্তর- লালা লাজপত রায়

প্রশ্ন- "আমি স্বাধীন, স্বাধীনই থাকব, স্বাধীনই মরব।" এই কথা কে বলেছিলেন?

Advertisement

উত্তর- চন্দ্রশেখর আজাদ।

প্রশ্ন- "ইংরেজদের মারো: কে বলেছিলেন

উত্তর-মঙ্গল পান্ডে

প্রশ্ন- :ইনক্লাব জিন্দাবাদ" এর স্লোগান কে দিয়েছিলেন?

উত্তর-ভগৎ সিং

প্রশ্ন- "সত্যমেব জয়তে" এর স্লোগান কার

উত্তর-পন্ডিত মদনমোহন মালব্য।

 

Advertisement