scorecardresearch
 

BIS Recruitment 2022 : BIS-এ প্রচুর চাকরি, কীভাবে করবেন আবেদন? রইল সব তথ্য

সিনিয়র সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য মোট ১০০টি পদ রয়েছে। এই পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৭ বছর। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিআইএস-এ প্রচুর শূন্যপদ
  • শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া
  • অনলাইনে করতে হবে আবেদন

BIS Recruitment 2022 : সিনিয়র টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাব), স্টেনোগ্রাফারসহ অন্যান্য পদে নিয়োগ করতে চলেছে ব্যূরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। মোট ২৭৬টি শূন্যপদে হবে নিয়োগ। ১৯ এপ্রিল থেকেই অফিসিয়াল ওয়েবসাইট bis.gov.in-এ আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ মে ২০২২। 

আবেদনের খরচ
সহকারি পরিচালক (হিন্দি), সহকারি পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সহকারি পরিচালক পদের আবেদন ফি হবে ৮০০ টাকা ও বাকি পদগুলির ফি ৫০০ টাকা। তবে SC/ST/PWD/মহিলা এবং BIS-এ কর্মরত প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

এপ্রসঙ্গে বলে রাখা দরকার যে, সিনিয়র সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য মোট ১০০টি পদ রয়েছে। এই পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৭ বছর। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার পদে নেওয়া হবে মোট ৪৭ জনকে। এই পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০। এর জন্যও প্রয়োজন কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য শূন্যপদ রয়েছে ২৮টি। আবেদন জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০। 

আরও পড়ুনবগটুই-কাণ্ডে বিস্ফোরক মিহিলাল, আশিস বললেন, 'শেখানো বুলি বলছে'

 

Advertisement