হেলথকেয়ার, এডুকেশন এবং চাইল্ডকেয়ার সেক্টরে বিদেশিদের সুযোগ দিতে আগ্রহী কানাডা।কানাডা মানেই যেন এক স্বপ্নরাজ্য। ঠাণ্ডা আবহাওয়া, দারুণ খাওয়াদাওয়া তো আছেই, মাথা-পিছু আয়ও চোখ ধাঁধানো। ঠিক সেই কারণেই ভারতীয় উপমহাদেশের অনেকেই কর্মসূত্রে কানাডা যাওয়ার প্ল্যান করেন। তবে অন্য়দেশের মানুষ এসে সেদেশের চাকরিবাকরি নিয়ে নিচ্ছেন বলেও ইদানিংকালে হইচই হচ্ছে। কানাডার সংস্কৃতিতে অন্য দেশ থেকে আগত মানুষদের অতিরিক্ত প্রভাবে মোটেও খুশি নন সেদেশের বাসিন্দাদের একটি বড় অংশ। এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এমনই প্রেক্ষাপটে, এবার সেদেশে স্থায়ীভাবে বসবাস বা Permanent Residency (PR) পাওয়ার শর্ত আগের তুলনায় অনেক বেশি কঠিন করল কানাডা সরকার। ভাল ইংরেজি, উচ্চশিক্ষা এবং অভিজ্ঞতা থাকলেও ভারতীয় ও অন্যান্য বিদেশি আবেদনকারীদের আর সহজে PR দিচ্ছে না কানাডা।
ভারতের পঞ্জাব থেকে বহু যুবক কানাডা যান। সেদেশে ট্রাক, মালবাহী গাড়ি চালিয়ে মোটা টাকা আয় করেন। সেই টাকায় পঞ্জাবের গ্রামে রীতিমতো বাংলো, একাধিক গাড়ি, ব্যবসা শুরু করে দেন। কানাডার নতুন প্রজন্মের একাংশের দাবি, ভারতীয় উপমহাদেশ থেকে এসে সমস্ত কম মেধার চাকরি, কাজ নিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে সেদেশের আসল বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ কমছে।
আপাতত হেলথকেয়ার, এডুকেশন এবং চাইল্ডকেয়ার সেক্টরেই বিদেশিদের সুযোগ দিতে আগ্রহী কানাডা। সেদেশে এই তিন সেক্টরেই কর্মী সংকট চরমে। সেই কারণেই কানাডা সরকার দক্ষ কর্মীদের জন্য এই বিশেষ সুযোগ দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, কানাডার জনসংখ্যার এক বড় অংশের দ্রুত বয়স বেড়ে যাচ্ছে। জন্মহার কমছে। দেশজুড়ে তরুণ কর্মীর ঘাটতিও তৈরি হয়েছে। এর ফলে মেডিক্যাল ফিল্ড, শিক্ষা প্রতিষ্ঠান এবং ডে কেয়ার সেন্টারে ভ্যাকেন্সি বাড়ছে।
হেলথকেয়ার সেক্টরে সবচেয়ে বেশি চাহিদা
হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম এবং লং টার্ম কেয়ার সেন্টারে নার্স, কেয়ারগিভার এবং ল্যাব টেকনিশিয়ানের অভাব রয়েছে। সবচেয়ে বেশি চাহিদার তালিকায় রয়েছে,
Registered Nurse (RN), LPN
PSW বা Caregiver
Medical Lab Technician
Physiotherapist ও Occupational Therapist
Pharmacy Technician ও Dental Assistant
এডুকেশন সেক্টরে তীব্র শিক্ষক সংকট
গত কয়েক বছরে কানাডায় বিপুল সংখ্যায় শিক্ষক অবসর নিয়েছেন। এদিকে স্টুডেন্টদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই কারণেই স্কুল ও কলেজগুলি ভ্যাকেন্সি বিপুল। কোন কোন পদে?
স্কুল শিক্ষক
Early Childhood Educator (ECE)
কলেজ ফ্যাকাল্টি
টিচিং অ্যাসিস্ট্যান্ট
স্পেশাল নিডস শিক্ষক
চাইল্ডকেয়ার সেক্টরে বিপুল নিয়োগ
ECE Assistant, Daycare Educator, Childcare Supervisor এবং ন্যানিদের ক্ষেত্রেও পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ পাবেন।
ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, Occupation-based Draw এবং Low CRS Score থাকলে সেক্ষেত্রে এই তিন সেক্টরের এক্সপেরিয়েন্সড চাকরিপ্রার্থীরা তুলনামূলকভাবে সহজেই কানাডার PR পেতে পারবেন।