CBSE 10th, 12th Term 1 Result 2021 Date: সিবিএসই টার্ম ১ পরীক্ষার ফলে এল এই ঘোষণা

CBSE 10th, 12th Term 1 Result 2021 Date: সিবিএসই টার্ম ১ পরীক্ষার ফলে এল এই ঘোষণা কবে তা নিয়ে খোলসা হলো।

Advertisement
CBSE 10th, 12th Term 1 Result 2021 Date: ফল নিয়ে এল এই ঘোষণাপরীক্ষার ফল কবে
হাইলাইটস
  • সিবিএসই ফল ঘোষণা কবে
  • টার্ম ওয়ান সহ দশম ও দ্বাদশ শ্রেণি

সিবিএসসি ১০, ১২, এবং টার্ম -১ লেটেস্ট আপডেট এবং বোর্ড পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় এখনও জারি রয়েছে। বোর্ড রেজাল্ট ডেট এবং টাইম নিয়ে সিবিএসসি তরফ থেকে একাধিক আধিকারিক ইনফরমেশন দেওয়া হয়নি।

রেজাল্ট বোর্ডের আধিকারিক ওয়েবসাইট cbseresult.nic.inঅথবা results.gov.in করা হয়েছে। ছাত্ররা নিজেদের রেল নম্বর সাহায্য করতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে রেজাল্ট ১৬ ফেব্রুয়ারি ডিক্লেয়ার করা হতে পারে।

রেজাল্টের ডেট

রেজাল্টের ডেট বোর্ড এখনও পর্যন্ত কিছুই জানায়নি। তবে এটা জানা যাচ্ছে যে কিছু সময়ের মধ্যে রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। রেজাল্ট ঘোষণা হওয়ার পর আধিকারিক ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্ক লাইভ হয়ে যাবে এবং বোর্ডের সোশ্যাল মিডিয়াতে তথ্য সরবরাহ করে দেওয়া হবে।

আধিকারিক ব্যবসায়ী ছাড়াও সিবিএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট UMANG অ্যাপ, SMC প্লাটফর্মে digilocker.gov.in এতে পাওয়া যাবে। ছাত্র ছাত্রীরা এবং তার এক পরীক্ষার জন্য নিজেদের সাবজেক্টে পাশ করতে করতে পারবে। টার্ম ওয়ানের ছাত্রছাত্রীরা শুধু নিজেদের সাবজেক্ট অনুযায়ী ফল দেখতে পাবেন।

 

POST A COMMENT
Advertisement