CBSE Class 12 Results: CBSE দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত, কীভাবে দেখবেন রেজাল্ট, রইল Links

CBSE Class 12 Result Check: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল। পাশের হার ৮৮.৩৯ শতাংশ। এই লিঙ্কে ক্লিক করলেই রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। 

Advertisement
CBSE দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত, কীভাবে দেখবেন রেজাল্ট, রইল Linksফাইল চিত্র।
হাইলাইটস
  • সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল।
  • পাশের হার ৮৮.৩৯ শতাংশ।
  • এই লিঙ্কে ক্লিক করলেই রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। 

CBSE Class 12 Result Check: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল। পাশের হার ৮৮.৩৯ শতাংশ। এই লিঙ্কে ক্লিক করলেই রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। 

এ বছর যাঁরা সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে, ফল জানার জন্য রোল নম্বর, স্কুল কোড লাগবে। 

Direct link to check CBSE Class 12 results on Digilocker

 

 

CBSE Board Result, CBSE Board 10th Result, CBSE Board 12th Result, CBSE Board Results 2025, CBSE Board Class 10th Result, CBSE Board Class 12th Result, cbseresults, cbse, CBSE Result 2025, CBSE Board Result live

কোন লিঙ্কে রেজাল্ট দেখবেন?


 cbseresults.nic.in, results.cbse.nic.in, and cbse.gov.in এই লিঙ্কগুলিতে রেজাল্ট দেখা যাবে। 
 

এ বছর ১৬ লক্ষেরও বেশি পড়ুয়া  সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল।

পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে পাশের হার ৯৯.৬০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে তিরুঅনন্তপুরম, পাশের হার ৯৯.৩২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই, সেখানে পাশের হার ৯৭.৩৯ শতাংশ। 

POST A COMMENT
Advertisement