Central Government Translator: কেন্দ্রীয় সরকারি লাইব্রেরিতে অনুবাদকের চাকরি, লাখ টাকা বেতন! আবেদনের Link

Translator Jobs West Bengal: অনুবাদক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। স্থায়ী ভিত্তিতে একজন প্রার্থীকে নিয়োগ করা হবে। কলকাতার সল্টলেকে লাইব্রেরিতে কাজ করতে হবে।

Advertisement
কেন্দ্রীয় সরকারি লাইব্রেরিতে অনুবাদকের চাকরি, লাখ টাকা বেতন! আবেদনের Link বেসিক মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
হাইলাইটস
  • অনুবাদক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন।
  • স্থায়ী ভিত্তিতে একজনকে(UR) নিয়োগ করা হবে।
  • কলকাতার সল্টলেকে লাইব্রেরিতে কাজ করতে হবে।

Translator Jobs West Bengal: অনুবাদক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। একজনকে(UR) স্থায়ী নিয়োগ করা হবে। কলকাতার সল্টলেকে লাইব্রেরিতে কাজ করতে হবে। বিশদ জানতে প্রতিবেদনের দ্বিতীয়ার্ধে দেওয়া Link এ ক্লিক করুন।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সেই সঙ্গে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি(M.A.) থাকতে হবে। হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর হলেই আবেদন করা যাবে। পাশাপাশি, যাঁদের ইংরেজি বা হিন্দিতে কোনও বাড়তি সার্টিফিকেট কোর্স আছে, বা সরকারি সংস্থায় অন্তত দু’বছর অনুবাদক হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
শুধু তাই নয়, স্নাতকস্তরে হিন্দি এবং ইংরেজি মেইন সাবজেক্ট থাকলেও আবেদন করা যাবে। আবার হিন্দি বা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে স্নাতকোত্তর পাশ করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারেন। বিশদে জানতে প্রতিবেদনের শেষে দেওয়া PDF এর লিঙ্কে ক্লিক করুন।

সম্পূর্ণ নোটিফিকেশনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হল।
সম্পূর্ণ নোটিফিকেশনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হল।

বেতন ও অন্যান্য সুবিধা
কেন্দ্রীয় সরকারের গ্রেড অনুযায়ী বেতন পাবেন। বেসিক মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা। এর সঙ্গে অন্যান্য ভাতা যোগ হয়ে আরও অনেকটাই বেড়ে যাবে।

আবেদন পত্র Download এর LINK
একেবারে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট rrrlf.gov.in(CLICK HERE TO OPEN) থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি ও সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে ডাকযোগে পাঠাতে হবে।
Director General, Raja Rammohun Roy Library Foundation, Block-DD-34, Sector-1, Salt Lake City, Kolkata – 700064 ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর স্পষ্ট করে লিখতে হবে, ঠিক কোন পদের জন্য আবেদন করা হচ্ছে।

অফিসিয়াল নোটিফিকেশনের PDF Download করুন->View PDF

আবেদনের শেষ তারিখ
আগামী ১৪ অক্টোবর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। অর্থাৎ হাতে খুব বেশি সময় নেই। ফলে দ্রুত নথি জোগাড় করে দ্রুত আবেদন করুন।

Advertisement

সরকারি সংস্থায় অনুবাদক হিসেবে কাজের এই সুযোগ নিঃসন্দেহে বেশ আকর্ষণীয়। তাই সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে রাখুন। 

POST A COMMENT
Advertisement