কনস্টেবল/ট্রেডসম্যান অস্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা cisfrectt.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ৭০০-রও বেশি পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২২।
শূন্যপদের বিবরণ (CISF Recruitment 2022)
কনস্টেবল / কুক : ৩০৪ টি পদ
কনস্টেবল / মুচি : ৬ টি পদ
কনস্টেবল / দর্জি : ২৭ টি পদ
কনস্টেবল / নাপিত : ১০২ টি পদ
কনস্টেবল / ওয়াশারম্যান : ১১৮ টি পদ
কনস্টেবল / সুইপার : ১৯৯ টি পদ
কনস্টেবল / পেইন্টার : ০১ টি পদ
কনস্টেবল / মেশিন : ১২ টি পদ
কনস্টেবল / প্লাম্বার : ০৪ টি পদ
কনস্টেবল / মালি : ০৩ টি পদ
কনস্টেবল / ওয়েল্ডার : ০৩ টি পদ
মোট : ৭৭৯ টি পদ
ব্যাকলগ শূন্যপদ - ০৮ টি পদ
কনস্টেবল / মুচি : ০১ টি পদ
কনস্টেবল / নাপিত : ০৭ টি পদ
মোট শূন্যপদের সংখ্যা : ৭৮৭ টি পদ
কারা আবেদন করবেন?
দশম শ্রেণি ও আইটিআই পাশ প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে এই সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ুন।
আবেদন ফি
সাধারণ, ওবিসি ও ইডব্লুএস ক্যাটাগরির প্রার্থীদের এই পদগুলিতে আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। তবে সংরক্ষতি শ্রেণির প্রার্থীদের কোনওরকম ফি দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া (CISF Recruitment 2022)
মূলত ৩টি টবেছে নেওয়া হবে প্রার্থীদের। প্রথম ধাপে ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ট্রেড টেস্ট হবে। দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা। আর মেডিক্যাব টেস্ট হবে তৃতীয় ধাপে।
আরও পড়ুন - দেখতে ছোট হলেও আটকে দেয় ক্যান্সার, রইল কুলের ৭ উপকার