scorecardresearch
 

CISF Constable Driver Recruitment 2023: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ, বেতন ৭০ হাজার টাকা পর্যন্ত

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) শীঘ্রই কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদের জন্য উপযুক্ত প্রার্থীদের নিয়োগ (CISF Driver Recruitment 2023) করতে চলেছে। মোট ৪৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Advertisement
মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ, বেতন ৭০ হাজার টাকা পর্যন্ত মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ, বেতন ৭০ হাজার টাকা পর্যন্ত
হাইলাইটস
  • মোট ৪৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে
  • আবেদন জমা শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৩ থেকে

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) শীঘ্রই কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদের জন্য উপযুক্ত প্রার্থীদের নিয়োগ (CISF Driver Recruitment 2023) করতে চলেছে। মোট ৪৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে। সিআইএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা। সিআইএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.cisfrectt.in-এ অনলাইন মোডের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। অন্য কোনও ভাবে আবেদন জমা দেওয়া যাবে না। আবেদন জমা শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৩ থেকে। আবেদন গ্রহণ করা হবে ২২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।

যে প্রার্থীরা সফলভাবে তাঁদের আবেদন জমা দেবেন তাঁদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি), এবং শারীরিক দক্ষতা পরীক্ষায় (পিইটি) উপস্থিত হওয়ার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় মেধার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে।

আরও পড়ুন:CRPF Recruitment 2023: উচ্চমাধ্যমিক পাশে বিপুল নিয়োগ CRPF-এ, ৯২ হাজার টাকা পর্যন্ত মাইনে

নিয়োগ কর্তৃপক্ষ:

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)

পদের নাম:

কনস্টেবল/ড্রাইভার ও কনস্টেবল/চালক-কাম-পাম্প-অপারেটর

শূন্যপদ:

৪৫১

যোগ্যতা

সিআইএসএফ ড্রাইভারের জন্য শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে।

অভিজ্ঞতা:

ভারী মোটর যান বা পরিবহন যান বা হালকা মোটর যান এবং মোটর সাইকেল চালানোর ৩ বছরের অভিজ্ঞতা।

বয়স সীমা:

২১ থেকে ২৭ বছর

বেতন:

পে ম্যাট্রিক্সে পে লেভেল-৩-২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা প্রতি মাসে

কীভাবে নিয়োগ:

  • শারীরিক মান পরীক্ষা (PST)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট
  • ওএমআর ভিত্তিক/ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডের অধীনে লিখিত পরীক্ষা
  • মেডিক্যাল টেস্ট

আবেদন ফি:

Advertisement

UR, EWS এবং OBC প্রার্থীদের ১০০ টাকা।

SC/ST/ESM প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে।

কীভাবে আবেদন করবেন?

  • CISF-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান - https://cisfrectt.in
  • হোম পেজ Login-এ  ক্লিক করুন।
  • নতুন পেজ খুলে যাবে।
  • 'NEW REGISTRATION' -এ ক্লিক করুন।
  • নিজেকে রেজিস্টার করুন
  • এবার CISF নিয়োগের ওয়েবসাইটে লগইন করুন অর্থাৎ https://cisfrectt.in এবং 'APPLY PART' ট্যাবে ক্লিক করুন।
  • আবার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে 'রেজিস্ট্রেশন আইডি', 'পাসওয়ার্ড', 'ক্যাপচা'-র মতো প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং সাবমিটে ক্লিক করুন।
  • এবার রেজিস্টার করা প্রার্থীরা সিআইএসএফ নিয়োগের ওয়েবসাইট অর্থাৎ https://cisfrectt.in-এ গিয়ে অস্থায়ী হিসেবে পাওয়া 'রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড'-এর মাধ্যমে অনলাইন সিস্টেমে লগ ইন করুন।
  • নতুন পেজ খুলে যাবে এবং 'CONSTABLE/DRIVER & DCPO-2022'-তে ক্লিক করুন।
  • সমস্ত বিবরণ পূরণ করুন
  • একবার আবেদনপত্র সম্পূর্ণরূপে পূরণ হয়ে গেলে ঘোষণাটি মনোযোগ সহকারে পড়ে সাবমিটে ক্লিক করুন।
  • এরপর আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন
  • আবেদন ফি প্রদান করুন
  • ফি দেওয়ার পরে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন। এই প্রিন্টআউট ভবিষ্যতের জন্য় নিজের কাছে রেখে দিন।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন জমা শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৩ থেকে
আবেদন গ্রহণ করা হবে ২২ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১টা পর্যন্ত।

অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে।

আরও পড়ুন: Army Public School Teacher Recruitment 2023: শিক্ষক নিয়োগ হচ্ছে আর্মি পাবলিক স্কুলে, জলদি আবেদন করুন

Advertisement