scorecardresearch
 

College Admission University Admission 2022 : চলতি জুলাই মাসেই কলেজে ভর্তি, দিনক্ষণ জানাল সরকার

চলতি জুলাই মাসেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি। জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। তবে ভর্তির জন্য কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না পড়ুয়াদের। অনলাইনেই ভর্তি হতে পারবেন তাঁরা। জানানো হয়েছে নির্দেশিকায়।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • চলতি জুলাই মাসেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি
  • জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর

চলতি জুলাই মাসেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি। জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। তবে ভর্তির জন্য কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না পড়ুয়াদের। অনলাইনেই ভর্তি হতে পারবেন তাঁরা। জানানো হয়েছে নির্দেশিকায়। 

কীভাবে, কোথায়, ভর্তির নিয়ম কানুন এই সব বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফে। 

স্নাতকস্তরে ভর্তি 

শিক্ষা দফতর জানিয়েছে স্মাতকস্তরে ভর্তির আবাদন শুরু হবে ১৮ জুলাই। ৫ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। মেধা তালিকা প্রকাশিত হবে ১৬ অগাস্ট।ভরতির প্রক্রিয়া শেষ হবে ১৫ সেপ্টেম্বর। আর তার ঠিক চারদিন পর অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ক্লাস। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তির আবেদন করার সময় কোনও ফি নেওয়া যাবে না। তবে অনলাইন  ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে পড়ুয়াদের।

আরও পড়ুন : নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি কলকাতা পুলিশের

আবার স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়াও বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। তাদের তরফে জানানো হয়েছে, আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। মেধা তালিকা প্রকাশিত হবে ২০ সেপ্টেম্বর। ২১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মেধার ভিত্তিতে অনলাইন অ্যাডমিশন করতে হবে। ছাত্র-ছাত্রীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ৮০ শতাংশ, বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। 

 

Advertisement