অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক ও অফিসার-সহ বিভিন্ন প্রশাসনিক পদ রয়েছে এই তালিকায়।Darjeeling recruitment 2026: দার্জিলিঙে প্রশাসনিক কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোন্নয়ন শিল্প পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের ওয়েবসাইট অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। অফিসিয়াল নোটিশের PDF এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া হল। সেখানে ক্লিক করলেই তা পড়তে ও ডাউনলোড করতে পারবেন। তাই বিশদে জানতে এই খবরটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। খাদি বোর্ডের অধীনে গ্রুপ-এ এবং গ্রুপ-বি; এই দু'টি ভাগে মোট ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক ও অফিসার-সহ বিভিন্ন প্রশাসনিক পদ রয়েছে এই তালিকায়। গ্রুপ-এ পদে নিযুক্ত কর্মীরা মাসে ১৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। অন্য দিকে গ্রুপ-বি পদের ক্ষেত্রে বেতন ১২ হাজার টাকা। প্রথমেই জেনে রাখা ভাল, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সিলেকশন হলে প্রথমে ছয় মাসের জন্য হায়ার করা হবে। এরপর পারফর্ম্যান্স ঠিকঠাক থাকলে আরও এক্সটেন্ড করা হবে।
অফিসিয়াল নোটিফিকেশনের PDF পড়ুন: View PDF
তবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা, সরকারি বোর্ড বা স্থানীয় সংস্থা থেকে অবসর নিয়েছেন; এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি নিজ জেলার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্দিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তি খতিয়ে দেখুন।
লিখিত পরীক্ষা নয়, 'ওয়াক-ইন ইন্টারভিউ'-এর মাধ্যমেই প্রার্থীদের বাছাই করা হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে। কলকাতার বি.বা.ডি. বাগ এলাকায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোন্নয়ন শিল্প পর্ষদের কনফারেন্স হলে ইন্টারভিউ নেওয়া হবে। চাকরিপ্রার্থীদের সকাল ১১টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নথি যাচাই করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইটের Link: darjeeling.gov.in/notice_category/recruitment/
নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে পাওয়া যাবে প্রয়োজনীয় ফর্ম পেয়ে যাবেন। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই রিক্রুটমেন্ট নিঃসন্দেহে একটি ভাল সুযোগ। ফের নতুন করে প্রশাসনিক কাজে যুক্ত হওয়ার সুযোগ মিলবে বলে মনে করা হচ্ছে।