ইন্টারভিউয়ের দিনক্ষণ লিখে নিন।ECIL recruitment 2025: কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এ চাকরির বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক নিয়োগ। সরাসরি ইন্টারভিউয়েপ মাধ্যমে প্রার্থী বাছাই হবে। কোনও অনলাইন ফর্ম পূরণ করতে হবে না। নির্দিষ্ট দিনে Walk in ইন্টারভিউয়ে গেলেই চলবে। সংস্থাটি দেশের অন্যতম টপ মিনি রত্ন (ক্যাটেগরি-১) পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এটি।
বিভিন্ন পদে মোট ৯০ জন নিয়োগ করা হবে। পদগুলির মধ্যে রয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র আর্টিসান এবং জুনিয়র আর্টিসান। প্রার্থীদের দেশের নানা প্রান্তে কাজ করতে হতে পারে;কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই, পারাদ্বীপ, নয়া দিল্লি-সহ একাধিক শহরে তাঁদের নিয়োগের সুযোগ থাকবে।
DIRECT LINK থেকে নোটিফিকেশন পড়ুন: https://www.ecil.co.in/jobs.html
এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে মেয়াদ থাকবে এক বছর, তবে কর্মদক্ষতা ও প্রকল্পের প্রয়োজনে সেই সময়সীমা বাড়িয়ে সর্বাধিক চার বছর পর্যন্ত করা যেতে পারে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদনকারীর বয়স সর্বাধিক ৩৩ বছর, এবং বাকি পদগুলির জন্য বয়সসীমা ৩০ বছর ধার্য হয়েছে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। টেকনিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং (BE/B.Tech)-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে এবং অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদের ক্ষেত্রেও আলাদা শিক্ষাগত ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারিত হয়েছে।
বেতন কাঠামো পদের ভিত্তিতে নির্ধারিত;মাসিক ২৩,২১৮ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। সঙ্গে মিলবে অন্যান্য ভাতা ও সুবিধা।
কলকাতায় সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে আগামী ১৮ অক্টোবর। প্রার্থীদের সেই দিন সংস্থার নির্দিষ্ট ফরম্যাটে পূর্ণ আবেদনপত্র, জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত তথ্য ও সাক্ষাৎকারের ঠিকানা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই নিয়োগ সংস্থার পরবর্তী বড় প্রকল্পগুলিতে নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের যুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।