scorecardresearch
 

General Knowledge Questions For Job Interview : মহিলাদের নিয়ে এই তথ্যগুলি জানা জরুরি, কাজে লাগবে

বেসরকারি হোক বা সরকারি চাকরির পরীক্ষা, সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। চাকরির ইন্টারভিউতে পাশ করানোর জন্য কোচিং ইনস্টিটিউটগুলিতেও জিকে-তে বিশেষ জোর দেওয়া হয়। তাই আজকের কুইজে আমরা নিয়ে এসেছি সাধারণ জ্ঞান সম্পর্কিত এমন কিছু প্রশ্ন-উত্তর, যা  চাকরি প্রার্থীদের বিশেষভাবে সাহায্য করবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চাকরির পরীক্ষায় ধরা হয় জিকে
  • সেই বিষয়ে পড়াশোনা করতে হয় প্রার্থীদের
  • জেনে নিন তেমনই কিছু প্রশ্ন উত্তর

বেসরকারি হোক বা সরকারি চাকরির পরীক্ষা, সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। চাকরির ইন্টারভিউতে পাশ করানোর জন্য কোচিং ইনস্টিটিউটগুলিতেও জিকে-তে বিশেষ জোর দেওয়া হয়। তাই আজকের কুইজে আমরা নিয়ে এসেছি সাধারণ জ্ঞান সম্পর্কিত এমন কিছু প্রশ্ন-উত্তর, যা  চাকরি প্রার্থীদের বিশেষভাবে সাহায্য করবে। এই প্রশ্নগুলির মধ্যে রয়েছে বিভিন্ন মহিলার নাম যাঁরা নিজ নিজ ক্ষেত্রে সফল ও বিখ্যাত হয়েছেন।

প্রশ্ন : এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলার নাম?
উত্তর :  বাচেন্দ্রী পাল

প্রশ্ন : অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম?
উত্তর :  ভানু আথাইয়া

প্রশ্ন : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারম্যানের নাম?
উত্তর :  অরুন্ধতী ভট্টাচার্য

প্রশ্ন :  বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলটের নাম?
উত্তর :  হরিতা কৌর

প্রশ্ন :  ভারতের প্রথম মহিলা IAS-এর নাম?
উত্তর : আনা রাজম মালহোত্রা

প্রশ্ন : ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হওয়া মহিলার নাম?
উত্তর : রিতা ফারিয়া

প্রশ্ন :  ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম?
উত্তর : সুচেতা কৃপলানি

প্রশ্ন : ভারতের প্রথম মহিলা সংসদ সদস্যের নাম?
উত্তর : রাধাবাই সুবারায়ণ

আরও পড়ুনছবিতে লুকিয়ে একটি প্রাণী, ৩০ সেকেন্ডে খুঁজতে পারবেন? অনেকেই ব্যর্থ হয়েছেন

 

Advertisement