General Knowledge : কোন প্রশ্নের উত্তর কোনও সময় 'হ্যাঁ' হয় না? জানুন উত্তর

Government Jobs Interview Questions : সরকারি চাকরির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তারপর হয় ইন্টারভিউ। ইন্টারভিউয়ে পাশ করলে তবেই হাতে আসে নিয়োগ পত্র। ইন্টারভিউতে এমন অনেক প্রশ্ন করা হয় যা আসলে খুবই সাধারণ হলেও তাতে বিভ্রান্ত হন প্রার্থীরা। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও সেগুলির উত্তর।

Advertisement
কোন প্রশ্নের উত্তর কোনও সময় 'হ্যাঁ' হয় না? জানুন উত্তরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরি বহু যুবক-যুবতীর স্বপ্ন
  • চাকরি পেতে পাশ করতে হয় ইন্টারভিউ
  • জেনে নিন ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন

Interview Tricky Questions : সরকারি চাকরির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তারপর হয় ইন্টারভিউ। ইন্টারভিউয়ে পাশ করলে তবেই হাতে আসে নিয়োগ পত্র। ইন্টারভিউতে এমন অনেক প্রশ্ন করা হয় যা আসলে খুবই সাধারণ হলেও তাতে বিভ্রান্ত হন প্রার্থীরা। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও সেগুলির উত্তর।

প্রশ্নঃ পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি মহাকাশে পৌঁছান?
উত্তরঃ মেজর ইউরি গ্যাগারিন

প্রশ্নঃ গিরনার পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ মিনিটকে হিন্দিতে কী বলা হয়?
উত্তরঃ মুহূর্ত

প্রশ্নঃ ATM এর পুরো কতা কী?
উত্তরঃ অটোমেটেড টেলার মেশিন

প্রশ্নঃ প্রাচীনকালে উজ্জয়িনীর নাম কী ছিল?
উত্তরঃ অবন্তিকা

প্রশ্নঃ কোন প্রশ্নের উত্তর কখনোওই 'হ্যাঁ' হয় না?
উত্তরঃ কোনও ঘুমন্ত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি ঘুমোচ্ছেন? তাহলে উত্তর কখনওই 'হ্যাঁ' আসবে না।

আরও পড়ুনডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১, হাত উড়ল আরও একজনের 

আরও পড়ুনএই কাবাব খেলে হুড়মুড়িয়ে কমে ওজন, জানতেন?

 

POST A COMMENT
Advertisement