scorecardresearch
 

Interview Questions : একজন মানুষ বছরে কতটা সময় ঘুমোন? উত্তর জানলে চমকে যাবেন

General Knowledge : সরকারি চাকরির ইন্টারভিউতে বেশকিছু কঠিন প্রশ্ন করা হয় চাকরি প্রার্থীদের। এমনকি কখনও কখনও কিছু সহজ প্রশ্নও ঘুরিয়ে ধরা হয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন, যেগুলি প্রায়শই ইন্টারভিউতে ধরা হয় চাকরিপ্রার্থীদের। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরি খুঁজছেন?
  • পাশ করতে হবে ইন্টারভিউ
  • জেনে নিন কিছু প্রশ্ন-উত্তর

Interview Tricky Questions : সরকারি চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হয় পরীক্ষার্থীদের। ইন্টারভিউতে বেশকিছু কঠিন প্রশ্ন করা হয় চাকরি প্রার্থীদের। এমনকি কখনও কখনও কিছু সহজ প্রশ্নও ঘুরিয়ে ধরা হয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন, যেগুলি প্রায়শই ইন্টারভিউতে ধরা হয় চাকরিপ্রার্থীদের। 

প্রশ্ন - কোন প্রাণীর হৃদপিন্ড সেটির মাথায় থাকে?
উত্তর - গলদা চিংড়ির হৃদপিন্ড মাথায় থাকে

প্রশ্ন - কেন ক্যান্সার রোগীদের চুল কাটা হয়?
উত্তর - ক্যান্সার রোগীদের প্রচুর ওষুধ খেতে হয়। ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ে চুলে। তাই তাঁদের চুল কেটে দেওয়া হয়। 

প্রশ্ন - একবছরে মানুষ গড়ে কতটা সময় ঘুমিয়ে কাটান?
উত্তর - একবছরে মানুষ গড়ে ৪ সপ্তাহ ঘুমিয়ে কাটান

প্রশ্ন - দিল্লি ভারতের রাজধানী কত সালে হয়?
উত্তর - ১৯১১ 

প্রশ্ন - কোন পাখি হাঁচি দেয়?
উত্তর - তোতাপাখি

প্রশ্ন - সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
উত্তর - বিচারপতি এম ফাতিমা বিবি ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হন।

প্রশ্ন - দেশের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন? 
উত্তর - প্রয়াত আন্নল রাজম মালহোত্রা ছিলেন দেশের প্রথম মহিলা IAS অফিসার

আরও পড়ুনকলকাতায় ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই, জানুন আজকের তেলের দাম


 

Advertisement