Interview Questions : চাকরির ইন্টারভিউতে অনেক সময় এমন প্রশ্ন করা হয়, যার উত্তর জানা থাকে না চাকরিপ্রার্থীদের। আবার অনেক সময় এমন কিছু প্রশ্নও করা হয়, যেগুলি সম্পর্কে জানা থাকলেও সঠিক উত্তর সেই সময় মনে পড়ে না। এই প্রতিবেদনে তেমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল, যেগুলি প্রায়শই বিভিন্ন ইন্টারভিউতে করা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক সেই প্রশ্ন ও উত্তরগুলি।
প্রশ্ন - DJ-এর পুরো কথা কী?
উত্তর - Disc Jockey
প্রশ্ন - কোন প্রাণী জন্মের ২ মাস পর পর্যন্ত ঘুমোয়?
উত্তর - ভাল্লুক
প্রশ্ন - কোন প্রাণী কখনও জলপান করে না?
উত্তর - ক্যাঙ্গারু ইঁদুর
প্রশ্ন - কোন শহরকে মাছের মতো দেখতে?
উত্তর - জালোর
প্রশ্ন - হিন্দিতে পাসওয়ার্ডকে কী বলে?
উত্তর- কূটশব্দ
প্রশ্ন - শাহজাহান তাজমহল কেন সাদা রঙের তৈরি করেছিলেন?
উত্তর - সাদা রং বেছে নেওয়ার সিদ্ধান্ত শাহজাহানের হতে পারে। তবে মকরানার মার্বেল অন্য জায়গার থেকে ভাল বলে মনে করা হয়। তাতে অ্যাসিডের প্রভাবও পড়ে না। আর সেই কারণেই, সাদা পাথর বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হয়।
আরও পড়ুন - কাল থেকে রাজ্যের এই জেলাগুলিতে অনেকক্ষণ বন্ধ থাকবে ইন্টারনেট, কেন জানেন?