Higher Secondary Result: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ; কোথায়, কীভাবে দেখা যাবে? জানুন

অনেক দিন হল বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary) পদ্ধতি। বার্ষিক পরীক্ষা এখন অতীত। তার জায়গা নিয়েছে সেমিস্টার। আর গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম এই প্রথা চালু হয়েছে। সেই মতো আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল (HS 3rd Semester Result) বেরবে।

Advertisement
আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ; কোথায়, কীভাবে দেখা যাবে? জানুনউচ্চ মাধ্যমিকের রেজাল্ট
হাইলাইটস
  • অনেক দিন হল বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary) পদ্ধতি
  • তার জায়গা নিয়েছে সেমিস্টার
  • আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল (HS 3rd Semester Result) বেরবে

অনেক দিন হল বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary) পদ্ধতি। বার্ষিক পরীক্ষা এখন অতীত। তার জায়গা নিয়েছে সেমিস্টার। আর গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম এই প্রথা চালু হয়েছে। সেই মতো আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল (HS 3rd Semester Result) বেরবে।

কবে হয় পরীক্ষা?

এই পরীক্ষা শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর। চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর সেই পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আজ। ৩৯ দিনের মাথায় এই ফল প্রকাশ করতে চলছে সংসদ।

১২টায় রয়েছে সাংবাদিক বৈঠক

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার আগে শিক্ষা সংসদের পক্ষ থেকে করা হবে সাংবাদিক বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ দিনই সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবেন সংসদ সভাপতি বলে খবর। এছাড়াও তিনি পরীক্ষা ও ফল সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে পারেন।

কখন বেরবে ফল? (Higher Secondary Results)

আজ দুপুর ২টো থেকে অনলাইনে ফল দেখা যাবে। তাই এই সময়ের পর যে কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারে।

কীভাবে ফল দেখতে হবে?

https://result.wb.gov.in- এ যান। সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।

এছাড়া স্কুলের প্রধান শিক্ষকদেরকেও রেজাল্ট ডাউনলোড করতে হবে। তারপর তিনি সেগুলিতে স্ট্যাম্প মেরে স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন বলেই খবর।

রেজাল্টে কী থাকতে পারে?

এক্ষেত্রে প্রথম সেমিস্টারে থেকে পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, তা দেওয়া থাকবে। এ ছাড়াও থাকবে মোট নম্বরের শতাংশের হার এবং পার্সেন্টাইলের হিসেব। পাশাপাশি পরীক্ষার্থীরা পাশ করেছে না ফেল, সেটাও জানান থাকবে রেজাল্টে।

কী জানাচ্ছে সংসদ?

সংসদের পক্ষ থেকে জানা গিয়েছে, এ বার উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩। এদের মধ্যে ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছিল। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন। ছাত্রী ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ জন। পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ পড়ুয়া। অর্থাৎ অনুপস্থিত ছিল ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী।

Advertisement

চতুর্থ সেমিস্টার কবে?

ফেব্রুয়ারিতে হওয়ার কথা উচ্চ মার্ধমিকের চতুর্থ সেমিস্টার। আর সেই পরীক্ষার সঙ্গে তৃতীয় সেমিস্টারের নম্বর যোগ করে ফাইনাল পাশ, ফেল বিবেচনা করা হবে।

 

POST A COMMENT
Advertisement