HS Result Online Check: অনলাইনে উচ্চমাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট দেখুন এই প্রতিবেদনে। রইল ডাইরেক্ট লিঙ্ক। ৭ মে এই প্রতিবেদন থেকেই সরাসরি রেজাল্ট দেখা যাবে। অবশ্যই বুকমার্ক বা কাউকে সেন্ড করে রাখুন এই খবরের লিঙ্কটি। wbchse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্ট দেখা যাবে।
রেজাল্ট কোথায় দেখা যাবে?
bangla.aajtak.in-এ একটি সরাসরি রেজাল্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট রেজাল্ট দেখে নিতে পারবেন।
HS Result Direct Link - CLICK HERE FOR HS RESULT
অফিসিয়াল ওয়েবসাইট:
কীভাবে রেজাল্ট দেখবেন?
পরপর ধাপগুলি নিচে দেওয়া হল:
১. wbresults.nic.in অথবা wbchse.wb.gov.in ওয়েবসাইটে যান।
২. সেখানে 'Higher Secondary Results 2025' লিঙ্কে ক্লিক করুন।
৩. রোল নম্বর ও জন্মতারিখ লিখে সাবমিট করুন।
৪. স্ক্রিনে আপনার স্কোরকার্ড ভেসে উঠবে।
৫. পিডিএফ ফর্ম্যাটে রেজাল্ট ডাউনলোড করুন ও প্রিন্ট করে রাখুন।
অনলাইন মার্কশিট কিন্তু ফাইনাল নয়
অনলাইনে যে মার্কশিট পাওয়া যাবে, সেটি একটি প্রোভিশনাল কপি। এটি শুধুমাত্র ফলাফল জানার উদ্দেশ্যে। মূল মার্কশিট ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করতে হবে। যেকোনো সরকারি কাজে বা কলেজে ভর্তি হতে গেলে অরিজিনাল মার্কশিট থাকা বাধ্যতামূলক। তাই সঠিক সময়ে স্কুল থেকে তা সংগ্রহ করতে হবে।
আগের বছরের ফলাফল এক নজরে
২০২৪ সালে উচ্চ মাধ্যমিকের ফল ৮ মে প্রকাশিত হয়েছিল। সেই বছর ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
পূর্ব মেদিনীপুর জেলা পাশের নিরিখে সবচেয়ে এগিয়ে ছিল।
সেই জেলায় পাশের হার ছিল ৯০%।
প্রথম হন হুগলির অভীক দাস। ৫০০-র মধ্যে ৪৯৬ নম্বর পেয়েছিলেন।
এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে, রেজাল্ট প্রকাশ হয়েছিল ২৪ মে। মাত্র ৫৭ দিনে ফল প্রকাশ করে WBCHSE। পাশের হার ছিল ৮৯.২৫%।
প্যানিক করবেন না
ফল প্রকাশের সময় ওয়েবসাইটে চাপ বেড়ে যেতে পারে, ফলে সিস্টেম কিছুটা ধীরগতিতে চলতে পারে। তবে কিছুটা সময় ধৈর্য্য ধরলেই অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন।