HS Result Date: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পুজোর পরেই, তারিখ জানাল সংসদ

এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। জানা যাচ্ছে এবার ফল প্রকাশ হতে চলেছে এই পরীক্ষার। ৩১ অক্টোবরের আশপাশেই ফল প্রকাশ হতে পারে বলে সাংবাদিক বৈঠকে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার তিনি জানিয়েছেন, দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে। ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে কলকাতায় ওএমআর দেখার কাজ চলছে।

Advertisement
 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পুজোর পরেই, তারিখ জানাল সংসদHS-র প্রথম সেমিস্টারের ফল কবে?

এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। জানা যাচ্ছে এবার ফল প্রকাশ হতে চলেছে এই পরীক্ষার। ৩১ অক্টোবরের আশপাশেই ফল প্রকাশ হতে পারে বলে সাংবাদিক বৈঠকে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের  সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার তিনি জানিয়েছেন, দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে। ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে কলকাতায় ওএমআর দেখার কাজ চলছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের  সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫, ছাত্র ২ লক্ষ ৯০ হাজার ৪০৭। পরীক্ষায় বসেন ৯৮.৪২ শতাংশ পরীক্ষার্থী। শুধুমাত্র ১০ হাজার ৪৩৭ জন অনুপস্থিত ছিলেন—যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। পরীক্ষায় বসেছে ৯৮.৪২ শতাংশ পরীক্ষার্থী। সেমিস্টার পদ্ধতিতে  উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কার্যত সফল বলেই মনে করছে সংসদ। 

সংসদের তরফে আরও  জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর নিজেরা বৈঠকে বসবেন সংসদের আধিকারিকরা। আরও কীভাবে নিজেদের কাজকর্মকে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে। সংসদের তরফে জানানো হয়েছে, বায়োলজির যে দুটি প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছিল, তা যদি কেউ উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে নম্বর দেওয়া হবে। সংসদের তরফে জানানো হয়েছে, ১২ দিনের পরীক্ষায় মাত্র ২ জন পরীক্ষার্থী মোবাইল ফোনসহ ধরা পড়েছে। ফিজিক্স পরীক্ষার দিন হাওড়ার জগৎবল্লভপুর হাই স্কুলের এক ছাত্রী ও নদিয়ার এক ছাত্র রাষ্ট্র বিজ্ঞানের পরীক্ষার দিনে ধরা পড়েন। দু’জনেরই পরীক্ষা বাতিল করা হয়েছে। অন্যদিকে, দুর্ব্যবহারের জন্য বাতিল হয়েছে সন্তোষপুর হাইস্কুলের এক ছাত্রীর পরীক্ষাও।

প্রসঙ্গত, চলতি বছর থেকেই বদল এসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে । প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতেপরীক্ষা শুরু হয় গত ৮ সেপ্টেম্বর। দ্বিতীয় সেমিস্টার হবে আগামী বছর মার্চ মাসে। দুই পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করেই প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

Advertisement

POST A COMMENT
Advertisement