HS Result 2024: উচ্চমাধ্যমিকের রেজাল্টের Link, দেখুন এক ক্লিকে

WB HS Result 2024: আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ওয়েবসাইট মার্কশিট ডাউনলোড করা যাবে। এই প্রতিবেদনে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের লিঙ্ক পাবেন। সেখান থেকে সরাসরি রেজাল্ট নামাতে পারবেন।

Advertisement
উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখুন এক ক্লিকে, রইল Linkhs result 2024
হাইলাইটস
  • আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ওয়েবসাইট মার্কশিট ডাউনলোড করা যাবে।
  • এই প্রতিবেদনে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের লিঙ্ক (Click here) পাবেন।
  • সেখান থেকে সরাসরি রেজাল্ট নামাতে পারবেন। wbresults.nic.in থেকেও ডাউনলোড করা যাবে।

WB HS Result 2024: আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ওয়েবসাইট মার্কশিট ডাউনলোড করা যাবে। এই প্রতিবেদনে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের লিঙ্ক (Click here) পাবেন। সেখান থেকে সরাসরি রেজাল্ট Download করতে পারবেন। wbresults.nic.in থেকেও ডাউনলোড করা যাবে।

রেজাল্ট নামাতে কী লাগবে:

  • রোল নম্বর
  • জন্ম তারিখ
  • ইন্টারনেট

আমাদের ওয়েবসাইট থেকেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে এই লিঙ্কে টাচ করুন: https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result (Click Here)  এখনই 'Bookmark' করে রাখুন এই পেজ।

উচ্চমাধ্যমিকের রেজাল্টের অফিসিয়াল লিঙ্ক

  • ওয়েব ব্রাউজার/Google খুলুন। https://wbresults.nic.in/ -এ যান।
  • 'Higher Secondary Examination, 2024 Results'-এ ক্লিক করুন।
  • রোল নম্বর দিন।
  • জন্ম তারিখ দিন।
  • Submit বাটনে ক্লিক/টাচ করুন।
  • স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।
  • 'Download' বাটন থেকে রেজাল্টের PDF কপি ডাউনলোড করুন।
  • চাইলে আপনার রেজাল্টের একটি প্রিন্ট কপি নিয়ে রাখতে পারেন।

৮ মে, ২০২৪, দুপুর ১ টায় রেজাল্ট প্রকাশিত হবে। ৩টে থেকে অনলাইনে দেখা যাবে। সুবিধার জন্য, এখনই বুকমার্ক করে রাখুন।

বিকল্প লিঙ্ক:

  • আপনি WBCHSE-এর https://wbchse.wb.gov.in/student/results/ ওয়েবসাইট থেকেও আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ডাউনলোড করতে পারেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস:

উচ্চমাধ্যমিকের মার্কশিট কবে পাব?
আগামী ১০ মে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর মার্কশিট পাবেন।

রেজাল্ট রিচেক করানোর ব্যবস্থা আছে?
হ্যাঁ, WBCHSE-র রেজাল্ট পুনঃনিরীক্ষণের একটি প্রক্রিয়া রয়েছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করতে পারেন। 

এই বছরের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। গত বছরের তুলনায় যা ৬৩ হাজার কম। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের হার বেশি।    

সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রইল শুভেচ্ছা।

POST A COMMENT
Advertisement