hs result 2024WB HS Result 2024: আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ওয়েবসাইট মার্কশিট ডাউনলোড করা যাবে। এই প্রতিবেদনে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের লিঙ্ক (Click here) পাবেন। সেখান থেকে সরাসরি রেজাল্ট Download করতে পারবেন। wbresults.nic.in থেকেও ডাউনলোড করা যাবে।
রেজাল্ট নামাতে কী লাগবে:
আমাদের ওয়েবসাইট থেকেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে এই লিঙ্কে টাচ করুন: https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result (Click Here) এখনই 'Bookmark' করে রাখুন এই পেজ।
উচ্চমাধ্যমিকের রেজাল্টের অফিসিয়াল লিঙ্ক
৮ মে, ২০২৪, দুপুর ১ টায় রেজাল্ট প্রকাশিত হবে। ৩টে থেকে অনলাইনে দেখা যাবে। সুবিধার জন্য, এখনই বুকমার্ক করে রাখুন।
বিকল্প লিঙ্ক:
কিছু গুরুত্বপূর্ণ টিপস:
উচ্চমাধ্যমিকের মার্কশিট কবে পাব?
আগামী ১০ মে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর মার্কশিট পাবেন।
রেজাল্ট রিচেক করানোর ব্যবস্থা আছে?
হ্যাঁ, WBCHSE-র রেজাল্ট পুনঃনিরীক্ষণের একটি প্রক্রিয়া রয়েছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করতে পারেন।
এই বছরের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। গত বছরের তুলনায় যা ৬৩ হাজার কম। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের হার বেশি।
সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রইল শুভেচ্ছা।