Kolkata IB Job Alert: মাল্টিটাস্কিং স্টাফ নিচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো! রইল অফিসিয়াল Link

ইন্টেলিজেন্স ব্যুরোতে(IB) নিয়োগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কলকাতা সহ দেশের একাধিক শহরে মাল্টিটাস্কিং স্টাফ (জেনারেল) পদে ৩৬২ জন কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
মাল্টিটাস্কিং স্টাফ নিচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো! রইল অফিসিয়াল Linkকলকাতায় কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ।
হাইলাইটস
  • সম্প্রতি কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি প্রকাশিত হয়েছে।
  • তাতে বলা হয়েছে, কলকাতা সহ দেশের একাধিক শহরে মাল্টিটাস্কিং স্টাফ (জেনারেল) পদে ৩৬২ জন কর্মী নিয়োগ করা হবে।
  • রিজার্ভেশন থাকলে বাড়তি সুবিধাও পাবেন।

ইন্টেলিজেন্স ব্যুরোতে(IB) নিয়োগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কলকাতা সহ দেশের একাধিক শহরে মাল্টিটাস্কিং স্টাফ (জেনারেল) পদে ৩৬২ জন কর্মী নিয়োগ করা হবে। রিজার্ভেশন থাকলে বাড়তি সুবিধাও পাবেন।

কলকাতায় পোস্টিং?
কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, গুয়াহাটি, পটনা, রায়পুর, চেন্নাই সহ বিভিন্ন শহরে পোস্টিং দেওয়া হবে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের বিভিন্ন ইউনিটে কাজ করতে হবে।

বেতন
নন গেজেটেড, নন মিনিস্টেরিয়াল, গ্রুপ সি পদ। বেতন মাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়ম মেনে অন্যান্য ভাতা ও সুবিধাও পাবেন।

এলিজিবিলিটি
বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। রিজার্ভেশন থাকলে সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। 

সিলেকশন প্রসেস
Tier 1 এবং Tier 2; দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। তাতে পাশ করলে তবেই চাকরির সুযোগ। সিলেবাস অনেকটা এসএসসি-র বিভিন্ন পরীক্ষার মতোই। 

আবেদনের নিয়ম
আগ্রহী চাকরিপ্রার্থীদের আইবি র সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে। আবেদন ফি ৬৫০ টাকা। আগামী ১৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। তাই আর দেরি নয়, দ্রুত আবেদন সেরে ফেলুন।

POST A COMMENT
Advertisement