ICSE ISC Exam Date 2024: ICSE ও ISC পরীক্ষার সূচি ঘোষণা, রইল ডাউনলোডের লিঙ্ক

Board Exam Date 2024: আইসিএসই(দশম) ও আইএসসি(দ্বাদশ)-র পরীক্ষার সূচি ঘোষণা করল সিআইএসসিই বোর্ড। আইএসসি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি, সোমবার। শেষ ৩ এপ্রিল, বুধবার। আইসিএসই শ্রেণির পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি বুধবার থেকে।

Advertisement
ICSE ও ISC পরীক্ষার সূচি ঘোষণা, রইল ডাউনলোডের লিঙ্কICSE ও ISC পরীক্ষার সূচি ঘোষণা
হাইলাইটস
  • আইএসসি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি, সোমবার
  • আইসিএসই শ্রেণির পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি বুধবার থেকে

Board Exam Date 2024: আইসিএসই(দশম) ও আইএসসি(দ্বাদশ)-র পরীক্ষার সূচি ঘোষণা করল সিআইএসসিই বোর্ড। আইএসসি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি, সোমবার। শেষ ৩ এপ্রিল, বুধবার। আইসিএসই শ্রেণির পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি বুধবার থেকে। পরীক্ষা চলবে ২৮ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। ফল ঘোষণা করা হবে মে মাসে। পরীক্ষার্থীরা কাউন্সিলের ওয়েবসাইট www.cisce.org তে গিয়ে পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন।

বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে সিআইএসসিই জানিয়েছে, ফল বেরনোর চার দিনের মধ্যে পরীক্ষার্থীরা রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। ফল বেরোনোর ৬০ দিন অবধি উত্তরপত্রগুলি সংরক্ষণ করে রাখবে বোর্ড।

ISC পরীক্ষা শুরু হবে ইংরেজি পেপার ১ (ইংরেজি ভাষা) দিয়ে। আর্টস ছাড়া বাকি সব পেপারের পরীক্ষা দুপুর ২টোয় শুরু হবে। ISC পরীক্ষা শেষ হবে ৩ এপ্রিল। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষার্থিদের প্রশ্নপত্র বিলি করে দেওয়া হবে। ICSE পরীক্ষা শুরু হবে ইংরেজি পেপার ১ (ইংরেজি ভাষা) দিয়ে। আর্টস ছাড়া সমস্ত ICSE পেপারের পরীক্ষা সকাল ১১টায় শুরু হবে। ICSE পরীক্ষা ২৮ মার্চ শেষ হবে।

Direct link to download ICSE 2024 datesheet

Direct link to download ISC 2024 datesheet

বেশ কয়েকটি স্কুল জানিয়েছে যে তারা শুক্রবার পড়ুয়াদের সময়সূচি জানিয়ে দেবে। ICSE এবং ISC-এর জন্য সংশ্লিষ্ট সার্কুলারে কাউন্সিল স্কুলগুলিকে জানিয়েছে যে মে মাসে ফলাফল ঘোষণা করা হবে। অক্টোবরে পাঠানো একটি সার্কুলারে স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে বলা হয়েছিল ৩১ জানুয়ারির মধ্যে।

POST A COMMENT
Advertisement