Independence Day Quiz: জাতীয় পতাকা প্রথম কোথায় তোলা হয়? যে তথ্যগুলি না জানলেই নয়

Independence Day Special Quiz: আগামিকাল, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। এবছর ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। দেশ জুড়ে স্বাধীনতার 'অমৃত মহোৎসব' পালিত হচ্ছে। স্বাধীনতার প্রাক্কালে দেখে নিন দেশ নিয়ে আপনি কতটা জানেন।

Advertisement
জাতীয় পতাকা প্রথম কোথায় তোলা হয়? যে তথ্যগুলি না জানলেই নয়ভারতের জাতীয় পতাকা (ফাইল ছবি)
হাইলাইটস
  • কলকাতায় প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়
  • জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেন?
  •  'সরফরোশি কি তামান্না' দেশাত্মবোধক কবিতা কার লেখা?

Independence Day Special Quiz: আগামিকাল, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস (Independence Day)। এবছর ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। দেশ জুড়ে স্বাধীনতার 'অমৃত মহোৎসব' পালিত হচ্ছে। স্বাধীনতার প্রাক্কালে দেখে নিন দেশ নিয়ে আপনি কতটা জানেন।

প্রশ্ন: ভারতের জাতীয় পতাকা প্রথম কবে এবং কোথায় উত্তোলন করা হয়?
উত্তর:
৭ অগাস্ট ১৯০৬, পারসিবাগান স্কোয়ার, কলকাতায় প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রশ্ন: জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেন?
উত্তর:
পিঙ্গালি ভেঙ্কাইয়া

প্রশ্ন: ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: 
ডঃ রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন: কোন সালে অসহযোগ আন্দোলন শুরু হয়?
উত্তর: 
১৯২০

প্রশ্ন: ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়?
উত্তর:
১৯৪২

প্রশ্ন:  'সরফরোশি কি তামান্না' দেশাত্মবোধক কবিতা কার লেখা?
উত্তর:
বিসমিল আজিমাবাদী

POST A COMMENT
Advertisement