সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হবে। India Post GDS Vacancy: ভারতীয় ডাক বিভাগে চাকরির সুযোগ। দেশের ২৩টি পোস্টাল সার্কেলে প্রায় ৩০ হাজার শূন্যপদে কর্মী নেওয়া হবে বলে জানিয়েছে ইন্ডিয়া পোস্ট। সরকারি সূত্রে খবর, মোট শূন্যপদের সংখ্যা ২৮,৭৪০। তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে ২,৯৮২টি পদ। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক (জিডিএস), ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপিএম) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (এবিপিএম) পদে নিয়োগ হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি থেকে। আগ্রহী প্রার্থীদের indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
দশম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই। দশম শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করা হবে।
বেতন
গ্রামীণ ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৪,৪৭০ টাকা পর্যন্ত।
ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে বেতন মিলবে মাসে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত।
আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। সাধারণ প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না। ফি জমা দেওয়ার শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
যাঁরা সরকারি চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া নিঃসন্দেহে বড় সুযোগ বলেই মত সংশ্লিষ্ট মহলের।