কোথায় কোথায় সবথেকে বেশি চাকরি হবে?AI-এর যুগ। আর এই সময় চাকরি যাওয়ারই ভয়ে রয়েছেন অনেকে। তবে এই যুগেও কিছু চাকরির মার্কেট বাড়ছে। অন্তত LinkedIn এমনটাই বলছে। গত ৩ বছরে এই ১৫টি ক্ষেত্রে চাকরি বাড়ছে বলেই তাদের পক্ষ থেকে জানান হচ্ছে। তাই আর সময় নষ্ট না করে সেই সব 'জব রোল' সম্পর্কে জেনে নিন।
১. প্রম্পট ইঞ্জিনিয়ার
এই সিস্টেম থেকে সঠিক রেসপন্স পাওয়ার জন্য প্রম্পট দিতে হয়। আর যাঁরা এই কাজটা করছেন, তাঁদের বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ার। আর এই চাকরি বাড়ছে।
২. এআই ইঞ্জিনিয়ার
এই সময়টা AI-এর। তাই বর্তমানে এআই ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে। এক্ষেত্রে এআই মডেলের উপর কাজ করা ও ডিজাইন করাই কাজ।
৩. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
এআই এআই করে যতই লাফান না কেন, এখনও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি বাড়ছে। কোড লেখা থেকে সমস্যা ডিবাগ করা সহ একাধিক কাজ করতে হয় এই জব রোলে।
৪. এআই ম্যানেজার
এআই-এর কাজ কীভাবে হবে, সেই প্ল্যানিং ও ডেভেলপমেন্টের কাজটি করেন এরা। আর এই চাকরিতেও প্রচুর নিয়োগ হচ্ছে।
৫. স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার
কোনও সংস্থার তথ্য বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার। এই চাকরিও বাড়ছে।
৬. মিডিয়া বাইয়ার
বিজ্ঞাপনের জন্য জায়গা কেনা এবং প্ল্যান করার কাজটি করে মিডিয়া বাইয়ার। এই চাকরিও বৃদ্ধি পাচ্ছে।
৭. সেলস স্পেশালিস্ট
সেলস যে কোনও সংস্থার মেরুদণ্ড। আর এই চাকরিও দিনের পর দিন বেড়েই চলেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
৮. বিহেভিয়ারাল থেরাপিস্ট
বিহেভিয়ারাল থেরাপিস্ট মনের যত্ন নেন। তাঁরা মানসিক নানা সমস্যার করেন সমাধান। আর এই চাকরিরও চাহিদা বাড়ছে।
৯. ভেটেরেনিয়ান
পশু চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চাহিদা বাড়ছে। তাই যাঁরা পশু চিকিৎসা নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের ভাল সময় শুরু হবে এখন।
১০. সোলার কনসালট্যান্ট
আগামিদিনে রিনিউবল এনার্জির চাহিদা বাড়বে। আর সেই কারণেই সোলার কনসালট্যান্টের চাহিদা হু হু করে বৃদ্ধি পেতে শুরু করেছে।
১১. ব্র্যান্ড স্ট্রটেজিস্ট
ব্র্যান্ডের পরিচিত বাড়াতে পারে ব্র্যান্ডের স্ট্র্যাটেজিস্ট। আর এই সময় এই পদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
১২. লিগাল স্পেশালিস্ট
সমাজ ব্যবস্থা জটিল হচ্ছে। আর সেই কারণে আইনি সহয়তা আরও প্রয়োজনীয় হচ্ছে। তাই লিগাল স্পেশালিস্টের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
১৩. সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট
সাইবার অ্যাটাক বাড়ছে। তাই ইন্টারনেটকে সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
১৪. বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর
ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট ব্যবসা বাড়ানোর কাজটি করেন। তাই সংস্থা এই পদের জন্য মাঝে মধ্যেই লোক নিতে থাকে।
১৫. ওয়েডিং প্ল্যানার
বিয়ে এখন বিরাট ব্যাপার। চার হাত এক হওয়ার পিছনে জড়িয়ে থাকে হাজার পরিকল্পনা। আর এই সবটা টাকার বিনিময়ে করে দিতে পারেন ওয়েডিং প্ল্যানার। বর্তমানে এই চাকরিতেও অনেক নিয়োগ হচ্ছে।