Interview Questions : একটি বিড়ালের ৩টি বাচ্চার নাম অ, আ, ই, তাহলে মা বিড়ালের নাম কী! জানুন

Interview Questions : বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়।

Advertisement
একটি বিড়ালের ৩টি বাচ্চার নাম অ, আ, ই, তাহলে মা বিড়ালের নাম কী! জানুন ফাইল ছবি
হাইলাইটস
  • বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়
  • সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়
  • এমনই কিছু অদ্ভূত প্রশ্ন এখানে আলোচনা করা হল

Interview Questions : বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর উত্তর দেওয়া হল।

প্রশ্ন : যদি টেবিলে একটি প্লেটে দুটি আপেল থাকে এবং সেখানে তিনজন লোক খায়, তাহলে তারা কীভাবে খাবে?
উত্তর : একটি টেবিলে এবং দুটি আপেল প্লেটে রয়েছে অর্থাৎ মোট তিনটি আপেল রয়েছে। তিনজন লোক একটি করে আপেল খাবে।

প্রশ্ন : সূর্যের রশ্মিতে কয়টি রঙ থাকে?
উত্তর : ৭টি। বেগুনি, বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল।

আরও পড়ুন : Interview Questions : একজন মানুষ ৮ দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?

প্রশ্ন : ইন্টারনেটের মালিক কে? 
উত্তর : ইন্টারনেটের মালিক তিনিই হয়ে যান যিনি নিজের বাড়িতে কানেকশন নেন। 

প্রশ্ন : আপনার পোস্টিং যদি এমন কোনও জেলায় হয়, যেখানে সরকারি স্কুলে শিক্ষার মান খুবই খারাপ। মাঝপথে অনেকেই লেখাপড়া ছেড়ে দেয়। সেক্ষেত্রে শিক্ষার মান বাড়াতে কী করবেন? 
উত্তর : প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে বিদ্যালয়ের শিক্ষকরা যথাসময়ে আসবেন। স্কুল ট্রেনিং, সরকারের মিড-ডে মিল ইত্যাদিও সময়মতো বাস্তবায়ন করতে হবে। এতে শিশুরা স্কুলে আসার জন্য প্রস্তুত হবে এবং শিক্ষার মান উন্নত হবে।

প্রশ্ন: এমন কে আছে, যাকে ডুবতে দেখলেও কেউ বাঁচাতে আসে না?
উত্তর : সূর্যাস্ত।

প্রশ্ন : একটি বিড়ালের ৩টি বাচ্চা। নাম অ, আ, ই। তাহলে মা বিড়ালের নাম কী! 
উত্তর : বেড়ালের নাম 'কী'

Advertisement

আরও পড়ুন : Interview Questions : একটি দেওয়াল তৈরিতে ৮ জনের ১০ ঘণ্টা লাগে, ৪ জনের কত সময় লাগবে, জানুন উত্তর

প্রশ্ন : পৃথিবীর একমাত্র দেশ, যেখানে সাপ পাওয়া যায় না? উত্তর : নিউজিল্যান্ড বিশ্বের এমন একটি দেশ যেখানে কোনো সাপ পাওয়া যায় না।

প্রশ্ন : কোন সবজি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? 
উত্তর : আলু ও টমেটো 

 

POST A COMMENT
Advertisement