সরকারি চাকরির ইন্টারভিউতে এমন অনেক প্রশ্নই করা হয় যাতে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন । কোনও কোনও সময় সহজ প্রশ্নের উত্তরও ভুল দিয়ে বসেন প্রার্থীরা। আসলে প্রার্থীর আইকিউ লেভেল পরীক্ষা করার জন্য এই প্রশ্নগুলো করা হয়।
সাক্ষাৎকারের সময় আশেপাশের জিনিস বা ঘটনা সম্পর্কিত এমন প্রশ্ন করা হয় যেগুলো অদ্ভুত। এখানে আমরা এমন কিছু প্রশ্নের কথা বলব যা প্রায়ই সাক্ষাৎকারে আসে। জেনে নেই এই প্রশ্নগুলোর উত্তর।
আরও পড়ুন : ঝাড়গ্রামে মুখ থেঁতলানো অবস্থায় উদ্ধার বৃদ্ধের দেহ
প্রশ্ন- কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়?
উত্তরঃ প্লাটিপাস ও ইচিডনা।
প্রশ্ন- মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে কোন পর্বতটি সবচেয়ে উঁচু ছিল?
উত্তর- মাউন্ট এভারেস্ট।
প্রশ্ন- কোন দেশের দুইজন প্রেসিডেন্ট আছে?
উত্তরঃ সান মারিনো।
প্রশ্ন- এমন কি জিনিস যা ঠান্ডায়ও গলে যায়?
উত্তরঃ মোমবাতি।
আরও পড়ুন : ক্যাপ্টেনের নাম ঘোষণা পঞ্জাবের, নেতৃত্বে মায়াঙ্ক
প্রশ্নঃ কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।
প্রশ্নঃ কোন প্রাণী জন্মের পর ২ মাস ঘুমায়?
উত্তরঃ ভাল্লুক।
প্রশ্নঃ কম্পিউটারকে হিন্দিতে কী বলা হয়?
উত্তরঃ কম্পিউটার।