West Bengal Job News: ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে চাকরির সুযোগ। সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা। চুক্তিভিত্তিক নিয়োগ। মাইনে বেশ আকর্ষণীয়। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দুইটি উচ্চপদে নিয়োগ করা হবে। প্রথমত, এক্সিকিউটিভ (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস)। দ্বিতীয়ত, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে। মোট শূন্যপদ তিনটি। সিলেকশন হলে প্রথম দু’বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পরে আরও এক্সটেনশন করা হতে পারে।
শুরুতেই বলা হয়েছে, বেতন বেশ আকর্ষণীয়। এক্সিকিউটিভ পদে প্রথম দু’বছর মাসে ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। পরের দু’বছর বেতন হবে ১,৩০,০০০ টাকা। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে প্রথম দু’বছরে বেতন ৪৫,০০০ টাকা। পরের দু’বছর তা হবে মাসিক ৫০,০০০ টাকা।
বয়সেরও কিছু শর্ত রয়েছে। এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে বয়সসীমা ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এই বিষয়ে সংস্থার মূল বিজ্ঞপ্তিতেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। অর্থাৎ কোনও লিখিত পরীক্ষা থাকবে না। আবেদনের ভিত্তিতে বাছাই করে ইন্টারভিউয়ে ডাকা হবে।
অনলাইন ও অফলাইন, দু'ভাবেই আবেদন করা যাবে। অনলাইনে নির্দিষ্ট ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। চাইলে ডাকযোগেও আবেদনপত্র পাঠাতে পারেন।
আবেদনের শেষ দিন আগামী ৯ নভেম্বর ২০২৫।
ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি প্রতিরক্ষা দফতরের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। এখানে নানা ধরনের ধাতব সামগ্রী ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হয়। তাই এই সংস্থায় কাজ পাওয়া মানে সরকারি মর্যাদাসম্পন্ন একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া।