ISRO Vacancy র বিষয়ে বিস্তারিত জেনে নিন।ISRO Recruitment 2025: মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে Vacancy। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে(ISRO) বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। শুধু বিজ্ঞানী, প্রযুক্তিবিদই নয়, ISRO র মতো বড় সংস্থায় বিভিন্ন ক্ষেত্রে আরও কর্মী প্রয়োজন হয়। সেই পদগুলিতেও নিয়োগ হবে। সংস্থার বিভিন্ন ইউনিটে ১৫৯ জন কর্মী নেওয়া হবে।
ISRO র অফিসিয়াল Website: https://www.isro.gov.in/Careers.html (CLICK HERE)
ISRO Recruitment 2025 PDF: View PDF
কোন কোন পদে নিয়োগ
ইসরো জানিয়েছে, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র সহ অন্যান্য দফতরে নতুন কর্মী প্রয়োজন। পদগুলি হল, মেডিক্যাল অফিসার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, টেকনিশিয়ান, রেডিয়োগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট।
সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর থাকলে এই পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
টেকনিক্যাল ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
এই পদের জন্য টেকনিক্যাল ডিপ্লোমা বা বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রি প্রয়োজন। স্যালারি ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকার মধ্যে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
নার্স পদেও সুযোগ
নার্সিং ডিপ্লোমা আছে এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন ৬৯,৫৯৫ টাকা।
টেকনিশিয়ান ও ড্রাফটসম্যান
দশম উত্তীর্ণ এবং আইটিআই (ITI) সার্টিফিকেট আবশ্যিক। বিশেষত ফিটার বা সেই জাতীয় ট্রেডে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাবেন। মাসিক বেতন ৩৩,৬৩৫ টাকা।
অন্যান্য পদেও নিয়োগ
রেডিয়োগ্রাফার, কুক এবং ড্রাইভার পদেও কর্মী নেওয়া হবে। রেডিয়োগ্রাফিতে ডিপ্লোমা ও দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ১৯,৯০০ টাকা থেকে ৮১,০০০ টাকার মধ্যে।
নিয়োগ পদ্ধতি
সব পদের জন্যই লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। কিছু পদে স্কিল টেস্টও নেওয়া হতে পারে। এই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিশদে জেনে নিন।
আবেদনের পদ্ধতি
শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৪ নভেম্বর। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে।