JEE Advanced 2025 Hall Ticket Link: জেইই অ্যাডভান্সডের অ্যাডমিট কার্ড Download করুন, ডাইরেক্ট লিঙ্ক @jeeadv.ac.in

JEE Advanced 2025-এর অ্যাডমিট কার্ড আজ, ১২ মে রিলিজ হবে। অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে রেজিস্টার্ড প্রার্থীরা নিজেদের হল টিকিট Download করতে পারবেন।

Advertisement
JEE Advanced 2025 অ্যাডমিট কার্ড Download করুন, ডাইরেক্ট লিঙ্ক @jeeadv.ac.inJEE advanced 2025 admit card- সরাসরি ডাউনলোড করুন।
হাইলাইটস
  • JEE Advanced 2025-এর অ্যাডমিট কার্ড আজ, ১২ মে রিলিজ হবে।
  • সকাল ১০টা থেকে রেজিস্টার্ড প্রার্থীরা নিজেদের হল টিকিট Download করতে পারবেন।
  • অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ পাবেন।

JEE Advanced 2025-এর অ্যাডমিট কার্ড আজ, ১২ মে রিলিজ হবে। অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে রেজিস্টার্ড প্রার্থীরা নিজেদের হল টিকিট Download করতে পারবেন।

JEE ADVANCED ADMIT CARD DOWNLOAD - CLICK HERE

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে লগইন করতে হবে আবেদন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে।

প্রবেশপত্রে থাকবে প্রার্থীর নাম, রোল নম্বর, ছবি, স্বাক্ষর, জন্মতারিখ, যোগাযোগের ঠিকানা ও বিভাগ সংক্রান্ত তথ্য।

জেইই অ্যাডভান্সড ২০২৫: পরীক্ষা শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে 

পরীক্ষায় দু'টি পেপার থাকবে — Paper 1Paper 2, প্রতিটি তিন ঘণ্টার।

দুই পেপারেই উপস্থিত থাকা বাধ্যতামূলক।

প্রতিটি পেপারে থাকবে তিনটি ভাগ — পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক।

JEE Advanced 2025 Hall Ticket: কীভাবে DOWNLOAD করবেন

– অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ যান
– JEE Advanced 2025 লগইন পেজ খুলুন
– মোবাইল নম্বর, জন্মতারিখ ও রেজিস্ট্রেশন নম্বর দিন
– ডাউনলোড অপশনে ক্লিক করুন
– প্রবেশপত্র Save ও Print করুন

আজই অ্যাডমিট কার্ড বের হচ্ছে

১২ মে সকাল ১০টা থেকে JEE Advanced 2025-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

একাধিক কপি রাখার পরামর্শ

অন্তত ২-৩ কপি প্রিন্ট করে রাখুন। একটি সফট কপি মোবাইল বা ইমেলে সেভ করে রাখুন ব্যাকআপ হিসেবে। গার্জেনের কাছে একটি প্রিন্ট ও তাঁর ফোনেও একটি সফট কপি পাঠিয়ে রাখুন।

দুই পেপারেই উপস্থিত থাকা জরুরি

পরীক্ষার্থীদের দুইটি পেপারেই অংশ নেওয়া আবশ্যিক। একটিতে অনুপস্থিত থাকলেই পুরোটই বাতিল হতে পারে।

অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের তথ্য থাকবে

কোন আইআইটি জোন, কেন্দ্রের কোড ও নামসহ পুরো ঠিকানা থাকবে প্রবেশপত্রে।
সম্ভব হলে আগেই কেন্দ্রে ঘুরে আসুন।

JAB-এর তত্ত্বাবধানে সাতটি জোনাল আইআইটি পরীক্ষা পরিচালনা করছে

JEE Advanced 2025 পরীক্ষাটি পরিচালনা করছে সাতটি জোনাল কো-অর্ডিনেটিং আইআইটি, Joint Admission Board (JAB) 2025-এর তত্ত্বাবধানে।

পরীক্ষার তারিখ বদলায়নি

অ্যাডমিট কার্ড একদিন দেরিতে প্রকাশ পেলেও, পরীক্ষা ঠিক সময়েই হবে — ১৮ মে।
কোনও আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ পিছোনোর ঘোষণা আসেনি।

Advertisement

গুরুত্বপূর্ণ তারিখ:
– পরীক্ষা: ১৮ মে
– প্রোভিশনাল উত্তরপত্র: ২৬ মে
– ফাইনাল রেজাল্ট ও উত্তরপত্র: ২ জুন

নতুন কোনও আপডেট জানতে নজর রাখুন jeeadv.ac.in-এ।

POST A COMMENT
Advertisement