JEE Main Result 2025: জয়েন্টের রেজাল্ট দেখুন সরাসরি, ডাইরেক্ট Link @jeemain.nta.nic.in

আজ, ১৮ এপ্রিল ২০২৫ JEE Main 2025 সেশনের দ্বিতীয় পর্বের রেজাল্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই ফলাফল প্রকাশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে – jeemain.nta.nic.in। বহু মাসের প্রস্তুতি, পরিশ্রম ও টেনশনের পর আজ জয়েন্টের পার্সেন্টাইল, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) এবং JEE Advanced 2025-এর এলিজিবিলিটি -সব জানতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement
JEE Main Result দেখুন সরাসরি, ডাইরেক্ট Link @jeemain.nta.nic.inজয়েন্টের রেজাল্টের সরাসরি লিঙ্ক।
হাইলাইটস
  • আজ জয়েন্টের রেজাল্ট।
  • এই প্রতিবেদনে সরাসরি লিঙ্ক পাবেন।
  • কীভাবে রেজাল্ট চেক করবেন জেনে নিন।

আজ, ১৮ এপ্রিল ২০২৫ JEE Main 2025 সেশনের দ্বিতীয় পর্বের রেজাল্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই ফলাফল প্রকাশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে – jeemain.nta.nic.in। বহু মাসের প্রস্তুতি, পরিশ্রম ও টেনশনের পর আজ জয়েন্টের পার্সেন্টাইল, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) এবং JEE Advanced 2025-এর এলিজিবিলিটি -সব জানতে পারবেন পরীক্ষার্থীরা।

JEE Main 2025: এক নজরে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • ফল প্রকাশের তারিখ: ১৮ এপ্রিল ২০২৫

  • ওয়েবসাইট: jeemain.nta.nic.in

  • পেপার ১ (B.E./B.Tech): ২, ৩, ৪, ৭, ৮ এপ্রিল ২০২৫

  • পেপার ২ (B.Arch & B.Planning): ৯ এপ্রিল ২০২৫

  • শিফট টাইমিং: সকাল ৯টা থেকে ১২টা ও বিকেল ৩টে থেকে ৬টা

কীভাবে রেজাল্ট চেক করবেন:

১. অফিসিয়াল ওয়েবসাইটে যান – jeemain.nta.nic.in
২. ‘JEE Main 2025 Session 2 Result’ লিঙ্কে ক্লিক করুন
৩. অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিন
৪. ডিটেইলস সাবমিট করুন
৫. স্কোরকার্ড স্ক্রিনে এসে যাবে
৬. ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন 

JEE Main 2025 খুব গুরুত্বপূর্ণ

JEE Main 2025 ভারতের অন্যতম কম্পিটিটিভ পরীক্ষা। জানুয়ারি ও এপ্রিল দুই সেশনে মিলিয়ে প্রায় ১০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। দ্বিতীয় সেশনের ফল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ অনেকে তাঁদের আগের স্কোর বাড়াতে বা JEE Advanced-এর জন্য যোগ্যতা অর্জনের চেষ্টা করেছেন। এই ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে NIT, IIIT ও GFTI-তে ভর্তি হওয়ার সুযোগ।

NTA জানিয়েছে, প্রতিটি পরীক্ষার দিন কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হয়েছে দুই শিফটে। Paper 1 এবং Paper 2 অনুযায়ী নির্দিষ্ট দিনে পরীক্ষা নেওয়া হয়েছে। এবার স্কোরকার্ডে থাকছে সাবজেক্ট বেসড নম্বর, মোট পার্সেন্টাইল ও AIR।

পরের স্টেপটাও জেনে রাখুন

এদিনের রেজাল্টে যদি কেউ JEE Advanced 2025-এর জন্য এলিজেবন হন, সেক্ষেত্রে তাঁরা শীঘ্রই রেজিস্ট্রেশন প্রসেসের জন্য প্রস্তুতি নিতে পারবেন। IIT-তে চান্স পেতেও প্রথম স্টেপ এই রেজাল্ট। ফলে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। 

POST A COMMENT
Advertisement