Jhargram recruitment 2025: সরকারি স্বাস্থ্য প্রকল্পে চাকরির সুযোগ, দিনে হাজার টাকা ভাতা, রইল LINK

ঝাড়গ্রাম জেলায় চাকরির সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘চোখের আলো’ সরকারি স্বাস্থ্য প্রকল্পে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে নিয়োগ করা হবে।

Advertisement
সরকারি স্বাস্থ্য প্রকল্পে চাকরির সুযোগ, দিনে হাজার টাকা ভাতা, রইল LINKচোখের আলো’ সরকারি স্বাস্থ্য প্রকল্পে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • ঝাড়গ্রাম জেলায় চাকরির সুযোগ।
  • জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি  অফিসিয়াল Notification প্রকাশ করেছে।
  • ‘চোখের আলো’ সরকারি স্বাস্থ্য প্রকল্পে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে নিয়োগ করা হবে।

ঝাড়গ্রাম জেলায় চাকরির সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি  অফিসিয়াল Notification প্রকাশ করেছে। ‘চোখের আলো’ সরকারি স্বাস্থ্য প্রকল্পে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন। শুরুতেই জানিয়ে রাখি, চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। সপ্তাহে মাত্র তিন দিন কাজের দায়িত্বে। সিলেকশন হলে দিনে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ফলে যাঁরা আপাতত পার্টটাইম কাজ করতে চান, তাঁদের জন্য বড় সুযোগ।

মোট দু'টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীর ন্যূনতম বয়স ২১ এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। রিজার্ভেশনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য।

শিক্ষাগত যোগ্যতা
উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিষয়: পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা) উত্তীর্ণ এবং মেডিক্যাল টেকনোলজিতে দুই বছরের ডিপ্লোমা (অপ্টোমেট্রি/অপ্থালমিক টেকনিক) অথবা ব্যাচেলর ডিগ্রি ইন অপ্টোমেট্রি।
 

1
1
2
2


কীভাবে আবেদন?
ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in/online recruitment-এর মাধ্যমে আবেদন করতে হবে। ১২ নভেম্বর ২০২৫ সকাল ১১টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৫। 

আবেদন ফি জেনারেলদের ক্ষেত্রে ১০০ টাকা। রিজার্ভেশন থাকলে ৫০ টাকা। ফি শুধুমাত্র অনলাইনেই দেওয়া যাবে। 

সিলেকশন প্রসেস
অ্যাকাডেমিক নম্বর ৭৫, অভিজ্ঞতার নম্বর ১০ এবং ইন্টারভিউতে ১৫ নম্বর রেখে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে। 

POST A COMMENT
Advertisement