কথাতে বলে উচ্চমাধ্যমিকই পেশাগত জীবনের ভীত গড়ে দেয়। স্কুল জীবনের শেষ পরীক্ষা উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা শেষ মানেই ভবিষ্যৎ গড়ার তাগিদে আর এক ধাপ এগিয়ে যাওয়া। উচ্চমাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীরা মূলত তিনটি স্ট্রিমে পড়াশোনা করেন। সেগুলি হল আর্টস (Arts), সায়েন্স (Science) ও কমার্স (Commerce)। এই তিন স্ট্রিমের মধ্য়ে রয়েছে বিভিন্ন বিষয়। তাই উচ্চমাধ্যমিকের পর ভবিষ্যতে কী নিয়ে পড়া যায়, তার তালিকা বেশ বড় হয়ে যায়। এছাড়াও সঠিক বিষয় বেছে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। তবেই ক্যারিয়ার গড়া সহজ হয়ে যায় অনেকাংশে। আজকের এই প্রতিবেদনে আমরা সয়েন্স বিভাগের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে কী নিয়ে পড়তে পারেন, তা নিয়ে আলোচনা করব। আজকের এই প্রতিবেদনে আমরা জানাব উচ্চ মাধ্যমিকের পর কী কী কোর্স পড়তে পারেন।
আর্টস এবং কমার্সের বিভাগের ছাত্র ছাত্রীদের তুলনায় সায়েন্স পড়ুয়াদের একটি বড় সুবিধা হল যে সায়েন্সের পাশাপাশি তাঁরা সমস্ত নন-সায়েন্স স্ট্রিমে ক্যারিয়ার গড়ার জন্য যোগ্য। এ কারণেই কলেজ পর্যায়ে কোর্স নির্বাচন একজন ব্যক্তির ক্যারিয়ারের দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি প্রধান টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।
সায়েন্সের পড়ুয়াদের জন্য উচ্চ মাধ্যমিকের পর সেরা কোর্সের তালিকা (Courses after Class 12th for Science students):
শিক্ষার্থীরা প্রায়শই একটি অফবিট ক্যারিয়ার গড়ার প্রবণাত রাখে এবং উচ্চ মাধ্যমিকের পরে উপরে উল্লিখিত মূল সায়েন্স কোর্সগুলি না পড়ে নীচে উল্লিখিত কিছু কোর্স পড়েও ক্যারিয়ার গড়া যায়।
উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়েছেন এমন ছাত্র-ছাত্রীদের জনপ্রিয় আর্টস কোর্সের তালিকা:
উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়েছেন এমন ছাত্র-ছাত্রীরা কমার্স বিভাগের এই কোর্সগুলিতেও ভর্তি হতে পারেন