মাধ্যমিকের আগে খুব বেশিদিন বাকি নেই। প্রথম জীবনের সবথেকে বড় পরীক্ষা। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক। তার আগে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবার পরীক্ষা শুরুর আগেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২৬ জানুয়ারি বেলা ১১ টা থেকে খুলে গিয়েছে এই হেল্পলাইন নম্বর।
উত্তরবঙ্গের জন্য় আলাদা কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কন্ট্রোল রুমের নম্বর হল 9147135748। এই নম্বরে ফোন করে আপনি সমস্যার কথা বা কোনও প্রশ্ন থাকলে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা সংক্রান্ত সেটা জিজ্ঞাসা করতে পারেন।এই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকছে। পরীক্ষার বেশ কয়েকদিন আগে থেকেই এই হেল্পলাইন নম্বর খুলে দেওয়া হল। পরীক্ষার সময়ও কোনও সমস্যায় পড়লে এখানে ফোন করতে পারেন অভিভাবকরাও। প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করবে পর্ষদ।
এখানে ফোন করলে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। কন্ট্রোল রুমের নম্বরগুলি সেভ করে রাখুন। প্রয়োজনে কাজে দিতে পারে। বাড়িতে কেউ পরীক্ষার্থী না থাকলেও পরিচিত কেউ পরীক্ষা দিলে তাঁর সঙ্গে শেয়ার করতে পারেন এই নম্বর। এই কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844
শুধু কলকাতায় নয় জেলাভিত্তিক একাধিক কন্ট্রোল রুম করা হয়েছে। সেখানে প্রয়োজনে ফোন করতে পারেন। মেদিনীপুরের কন্ট্রোল রুমের নম্বর হল 9147135752 বর্ধমানের কন্ট্রোল রুমের নম্বরটি হল 9147135747।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হয় পড়ুয়াদের। । এবছর থেকে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১টায়। এই সময় বদল নিয়েই আপত্তি তোলা হয়েছে। পরীক্ষার মাত্র কয়েকদিন আগে কেন সময় বদল করা হল, সেই প্রশ্নও তোলা হয়েছে আদালতে।